আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের প্রেমিকা- ০৩


অন্যের প্রেমিকা- ০৩ উত্সর্গ: জীনাত কাজী মিতু-কে সরসিজ আলীম সাগরের ডানা যখন তোমার নিঃশ্বাসে বয়ে যেতে থাকে ছুটে যেতে থাকে, তুমি যখন খুব নিবিড় হয়ে আসো, চুম্বন রাখতে চাও মরদটার বুকে, রোমশ বুনো জঙ্গলটার বুক খামচে ধরতে যাওয়া মাত্রই তেলাপোকার আক্রমন ভেবে আতঙ্কিত হয়; তোমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে ছিটকে পালায়, বিস্ময়ের মাঝে আতঙ্কিত মরদের কাটা লেজটা লাফাতে থাকে, _ লেজটার বিনিময়ে প্রাণটা রক্ষা পেলো হায় টিকটিকিটির! টিকটিকির কাটা লেজ দেখে তুমি আতঙ্কিত হতে পারো, তোমার মানুষটাকে পালিয়ে যাওয়া দেখে অপমানিত হতে পারো! এসবই ঘটনার আকস্মিকতায় থমকে যাওয়া। অন্যের প্রেমিকা গো, তোমার সারাঘর জুড়ে গড়িয়ে যাচ্ছে ভীতুর ডিম্ব, তুমি যত্রতত্র পা রাখা মাত্রই পদতলে পিষ্ট হয়ে তার লালাগুলো গড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে। তোমার সারাদেহের লালাগুলো ধুয়ে ফেলে খুব দ্রুতই নেমেএলে বের হয়ে এলে, তোমার জন্য তোমার হাত ধরবার জন্য আরো একজন পরাজিত পুরুষ এগিয়ে এলো, যে কখনই উন্মুক্ত আকাশকে ভালোবাসেনি। ২৭.০৫.২০১০, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।