অন্যের প্রেমিকা- ০৪
সরসিজ আলীম
উৎসর্গ: মাহী ফ্লোরা-কে
মনখারাপ ছুটতে ছুটতে নদির কাছে যেতো,
কিনার ছুঁয়ে পাও রাখলেই গড়িয়ে দিতো
ঢেউ পায়ের উপর দিয়ে, চোখে মুখে তার
ছড়িয়ে দিতো জল। চুলের ভেতর আর
বুকের ভেতর বইয়ে দিতো বাওলা বাও।
চোখের পাতায় রোচে দিতো নিমবিন্দুটি।
একদিন নদিটি ঠিক চলে গেলো রাজমহলে,
মহলটার চারপাশ ঘেরা তবে উচ্চ দেয়ালে।
দেয়ালের ভেতর হরেক উৎসব রঙ ছড়ায়,
রঙ ছড়িয়ে পড়ে গড়িয়ে পড়ে দেয়ালটাতে।
নদিটির মন খারাপ হলে সাগর উঠে আসে,
আর তরঙ্গ মেলে ধরে নদিটির বুকের উপর,
তরঙ্গ গড়িয়ে চলে ঘরময় নদি গড়িয়ে যায়।
মনখারাপের এক বিছানায় ঘুমাতো যে নারী,
সেও একদিন নদি হয়ে গেলো ঘুমের ভেতর।
সিংহ দুয়ার দিয়ে ঢুকে গেলো রাজার মহলে।
মনখারাপের প্রিয় বৃক্ষটির শেকড় দিয়ে ঝরতে
থাকে রক্ত, গড়িয়ে যায় মাটির ক্ষতের ভেতর।
১০.০৬.২০১০, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।