সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । গত দুই দিন ১৩ ও ১৪ তারিখ নন্দনে অনুষ্ঠিত হল প্রথমআলোর জিপিএ-৫ প্রাপ্ত দের সংবর্ধনা ।
আহহ মামা A পিলাচ পাইছি । তুক্ষর রেসাল্ট করছি । আমারে আর পায় কেডা
আরে কিসের সংবর্ধনা ?? এই সামান্য A + পেয়েছি বলে এতো মাতামাতি ?? একাবার কি চিন্তা করেছি আমি এর যোগ্য কি না ??? স্কুলের পরীক্ষায়তো পাশ মার্কটাও জুটতো না ।
আর এসএসসি তে জিপিএ- ৫!!!!!!!
পরীক্ষাতো আমিই দিয়েছি । আমি তো ভাল করেই জানি কিভাবে এতো শিক্ষার্থী জিপিএ-৫ পেল । এই সংবর্ধনায় যেতে কি আমাদের একটুও লজ্জা করে না ??
যাই হোক । বাদ দিলাম এই কথা । সংবর্ধনায় গেলাম ভাল কথা ।
কিন্তু সেখানে গিয়ে আমরা কি করলাম ??? এই শিক্ষা গ্রহন করে আমরা জিপিএ - ৫ পেয়েছি ??
প্রকাশ্যে চলছে মেয়ে নিয়ে মাতামাতি । ওয়াটার কিংডমে মেয়ে গুলোর সাথে আমরা কি ই না করলাম !! প্রকাশ্যে চুমাচুমি চলছিল ।
মাদক কে যখন না বলা হচ্ছিল তখন তার পিছনে বসেই আমরা বিরি টানছিলাম । হায়রে শিক্ষা , হায়রে জিপিএ-৫ ।
যেই সংবর্ধনার আমরা যোগ্যই না তার পিছনে এতো লাখ লাখ টাকা খরচ ।
আশপাশের গরিব মানুষ কি আমাদের চোখে পড়ে না ??
কে কি ভাবেন তা আমি জানি না । আমি মনে করি আমি এই সংবর্ধনার যোগ্য না । আরে এই সংবর্ধনার পিছনে এতো টাকা অযথা খরচ না করে আমাদের প্রধানমন্ত্রীরে দিলেও তো হইত । উনি ১টা পদ্মা সেতু বানাইয়া দিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।