এটুকু শুধুই নিজের জন্য, নিজস্ব। । বুয়েটের আজকের অবস্থার ব্যাপারে অনেকের মনেই অনেক প্রশ্ন। কেউ জানতে চান এই আন্দোলন কি নিয়ে, কেউ জানতে চান এই আন্দোলনের উপযোগিতা কি,প্রয়োজন কিনা, কিংবা আলোচনার কোন পথ আছে কিনা। আমরা রাত দিন ক্যাম্পাসে আছি, কারণ তো অবশ্যই আছে, এবং খুব গুরুত্বপূর্ণ কারণ না হলে এতোগুলো ছাত্র এতো কষ্ট করে নিশ্চয়ই এই অবস্থান নিত না, আমাদের এতো সম্মানিত শিক্ষকবৃন্দ যাঁদের মতামতকে বিশ্বব্যাপী মূল্য দেয়া হয়, তাঁরা নিশ্চয়ই সব কাজ বাদ দিয়ে এভাবে আন্দোলনে নামতেন না, আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের আর কোন option নাই, আমরা যাঁরা বুয়েটকে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জেনে এসেছি, আমাদের এই গৌরবের জায়গাটা ধরে রাখতে আমাদেরকে কঠোর হতে হয়েছে, এবং এই অবস্থান নিতে হয়েছে।
কেন এই আন্দোলন-এই নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, আমি আজকে যেই কারণে দুইদিন ধরে ক্যাম্পাসে,তাহলো আমি বুয়েটের নিরপেক্ষতা, স্বচ্ছতার জায়গাটা বজায় থাকবে এটাই চাই, এবং জোরালোভাবে চাই, মেধার জোরে ছাত্ররা বুয়েটে পড়তে পারবে, মেধার জোরেই বুয়েটে তার রেজাল্টের grade নির্ধারিত হবে, এবং সিজির মাধ্যমে টিচার নিয়োগ, সিনিয়রিটির বেসিসে প্রমোশন হবে, এসবই আমার চাওয়া, আমাদের চাওয়া।
এখন প্রশ্ন হল এই নিয়ে আন্দোলন হওয়া, এতো জোরেসরে হওয়া যৌক্তিক কিনা, উত্তর টা খুব সহজ, বুয়েটের স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হয় একটি রেজাল্টে হস্তক্ষেপ করে রেজাল্ট চেঞ্জ করে দেয়া,বা শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা করার চেয়ে বড় ইস্যু বুয়েটে আর হতে পারে না। আর এইজন্যই আমরা বুয়েটের স্টুডেন্টরা আজকে ক্যাম্পাসে অবস্থান নিতে বাধ্য হয়েছি, কিছু লোকের করা দুর্নীতে আমাদের বাধ্য করেছে এই অবস্থান নিতে।
আজকে আবার একটি নতুন প্রশ্নের স্মমুখীন হলাম, বুয়েটের এই আন্দোলন কি জাতীয় ইস্যুর মত গুরুত্বপূর্ণ? মুন্নী সাহার এই প্রশ্নের উত্তর একটু গুছিয়ে বলি। বুয়েট হল সেই প্রতিষ্ঠান যার world ranking এ জায়গা আছে, internationally recognized একটি প্রতিষ্ঠান যেটা কিনা জাতীয়ভাবে একটি brand name এর মত, এখানের শিক্ষকরা দেশের গুরুত্বপূর্ণ সব পদে consultant হিসেবে আছেন।
এই বছর বুয়েট থেকে MIT তে ৫ জন স্টুডেন্ট chance পেয়েছে, বড় বড় সব প্রতিষ্ঠানে আমাদের সব সিনিয়র ভাইয়ারা job করছেন, বাংলাদেশকে বাইরের দেশগুলোতে যেসব কারণে চেনে তার একটি হল বুয়েট। বুয়েটের এই সম্মান, international acceptance আমাদের জন্য যেমন গৌরবের ব্যাপার, তেমনি দেশের জন্যও একটি resource. আমরা তো অনেক সময় ই একটি শব্দ শুনে থাকি সেটা হল, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভাবমূর্তি। এই ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মত যদি কারণ ঘটে সেটা কি জাতীয় ইস্যু হবে না? বুয়েটে যা ঘটছে তাতে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটি জাতীয় ইস্যু, এবং এর আশু সমাধান করা শুধু জরুরী ই নয়, অপরিহার্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।