আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোতির্ময় বার্তার মিহিদানা

Good জ্যোতির্ময় বার্তার মিহিদানা মনসুর আজিজ কবিতা কখনও জিজ্ঞেস করেনা স্বর্ণময় দ্যুতির কথা কবিতা নিজেই শব্দের দ্যুতিমালা প্রতিটি অক্ষরে শ্বাশ্বত সত্যের প্রলেপ জ্যোতির্ময় বাতার মিহিদানা কখনও কল্যাণ ডাকে ভোরের স্নিগ্ধ লালিমায় সন্ধ্যার লাল প্রভা মনের ভেতর গেঁথে দেয় প্রশান্তির ছাপ একটুকরো ভালবাসার জন্য মানুষ ঘরছাড়া হয় শাসন আর হুকুমের লোভ এক লহমায় পৃথিবীর বুকে বাঁধায় হিংসার স্রোত সভ্যতার অবসান যেখানে মানবতার ধ্বংসস্তুপ যেখানে সেখানে কবিতা পুতে দেয় আশার সতেজ চারা। কবিতা নববধূর মতো কবিতা প্রতিদিন ভোরের লাল সূর্যে র মত ঈদের বাঁকা চাঁদের মতো পূর্ণিমা জোছনার আলোর মতো কবিতা আশাহত মানুয়ের হৃদয়ে পুতে দেয়া ধানের সবুজ চারাগাছ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।