আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টি কাকতালীয় না ধর্মনিরপেক্ষতাবাদের নীতি?!

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত ১। সিলেট এম.সি. কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেয়া হয়েছে যার নেতৃত্বে তিনি হলেন জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ দাস পুরকায়স্থ- বিশেষ এক ধর্মের। ২।

সেই পুড়িয়ে দেয়ার ঘটনার আরেক নায়ক সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক দেবাংসু দাস মিঠু- তিনিও সেই বিশেষ ধর্মের। ৩। তারা ছাত্রাবাসের সবগুলো ব্লকই পুড়িয়ে দিলেন কিন্তু নিজ ধর্মের ছাত্রদের জন্য সংরক্ষিত ব্লক ‘শ্রীকান্ত ছাত্রাবাস’ অক্ষত রাখলেন। ৪। এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার যিনি ঘটনা প্রতিরোধে কোন ব্যবস্থাই নেননি- সেই অধ্যক্ষও ওই বিশেষ ধর্মের।

৫। আগুন নিভানোর দায়িত্ব ছিল ফায়ার সার্ভিসের। কিন্তু ওই দিন আগুন নিভানোর তাৎক্ষণিক ব্যবস্থা ফায়ার সার্ভিস নেয়নি। অনেক পরে গেলেও এমন পানি সহ যায় যা কয়েক মিনিটেই শেষ হয়ে যায়। এরপর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের সৌন্দর্য অবলোকন করতে থাকে।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্সের পরিচালক হলেন পরিমল কুন্ডু- তিনিও সেই বিশেষ ধর্মের। ৬। যে কোন ধরনের আইনশৃংখলার অবনতি ঠেকানোর দায়িত্ব পুলিশের। এম.সি. কলেজ সিলেট মেট্রোপলিটন পুশিলের অধিনস্ত এবং এসএমপি কমিশানর হলেন অমূল্য ভূষণ বড়ুয়া- তিনিও এদেশের বৃহত্তম ধর্মের নন। এভাবে যদি তালিকা করা হয় তাহলে বর্তমান বাংলাদেশে সেই বিশেষ ধর্মের দাপট অকল্পনীয়।

ঠিক যেমন ভারতে আছে। বিষয়টি কি কাকতালীয় না পরিকল্পিত? নাকি এটা ধর্মনিরপেক্ষতাবাদের নীতি? যেখানে ইসলাম ও মুসলমান ছাড়া বাকী সকলের অধিকার থাকবে। এখানে কোন ধর্মের বিরুদ্ধে বলা বা হেয় করা উদ্দেশ্য নয়। আওয়ামী লীগ সরকারের নীতির পর্যালোচনা করাই উদ্দেশ্য। মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতাবাদ মানে সরাসরি ইসলাম বিরোধীতা।

ঠিক যেমন আকবরের দীনে ইলাহী। সকল ধর্মের মিশ্রনে নতুন ধর্ম তৈরি করতে গিয়ে ইসলামকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদের নামে নব্য দীনে ইলাহীতে ইসলাম ও মুসলমানদের কোন অধিকার বা সুযোগ নেই, কিন্তু অন্য সকলের সবকিছুই নিশ্চিত করা হবে! আওয়ামী লীগ কি এই ধর্মনিরপেক্ষতাবাদই মেনে চলছে? এম.সি. কলেজের ঘটনায় কি ধর্মনিরপেক্ষতাবাদের সেই রূপ দেখা গিয়েছে? হিন্দু হোস্টেল সেইফ কিন্তু মুসলমানদের সবকটিই ধ্বংস, সেই ধ্বংসের সাথে জড়িত ওই বিশেষ ধর্মের লোকেরা, তারা সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আদর্শ ধর্মনিরপেক্ষতাবাদ!............................................... http://sonarbangladesh.com/blog/puspita/118783 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.