আমাদের কথা খুঁজে নিন

   

ইরাক ও আফগানিস্তানে ভয়াবহ বন্দী নির্যাতনের ছবি প্রকাশের বিষয়টি আটকে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী



মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেইটস ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা কর্তৃক ভয়াবহ বন্দী নির্যাতনের ছবি প্রকাশের বিষয়টি আটকে দিয়েছেন। এ সম্পর্কে গেইটস বলেছেন, এসব ছবি প্রকাশিত হলে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও সেনাদের জীবন হুমকির মুখে পড়েবে। দ্যা এ্যামেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এ.সি.এল.ইউ তথ্য অধিকার আইনের আওতায় এসব ছবি প্রকাশের আহবান জানিয়েছিলো। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতগুলো নির্যাতনের ছবি প্রকাশ করার নির্দেশ দিলেও কংগ্রেস এসব ছবি প্রকাশের ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী গেইটসকে বিশেষ ক্ষমতা দিয়েছে। ঐ ক্ষমতা প্রয়োগ করে গেইটস মার্কিন সেনাদের ভয়াবহ বন্দী নির্যাতনের ছবি প্রকাশের বিষয়টি আটকে দিলেন। তবে এ.সি.এল.ইউ'র পরিচালক জামিল জাফার বলেছেন, তারা ইরাকী ও আফগান বন্দীদের ওপর নির্যাতনের ছবি প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছরের গোড়ার দিকে দায়িত্ব গ্রহণের সময় বলেছিলেন, তিনি বন্দী নির্যাতনের ছবি প্রকাশে বাধা দেবেন না। কিন্তু গত মে মাসে তিনি সে তার মত পরিবর্তন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.