এসো আবার চড়াই উৎড়ই..........
মনে হচ্ছে যেন ঘুম ভাঙ্গল। বহুদিন ধরে ঘুরে মরছিলাম সময়টাকে বুঝার জন্য। নট ব্যাড। এই যে সব এই যে ফেইক সব অনুভূতিটা খারাপ না। তবে যার ফলাফল শূণ্য সেখানে আবেগ দিয়ে কোন লাভ হবে বলে তো মনে হয় না। আর যারা অত্যন্ত বাস্তববাদী তাদের ভবিষ্যতটার অনূভূতিহীনতাও আমাদের কাম্য নয়। তবে বৈচিত্রতাই মনে হয় একমাত্র অবলম্বন যার সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ্য। আর সমস্ত বিশ্বাস অবিশ্বাসের ঋণ আমরা ধূলোয় মিশিয়ে দিতে পারি সময়ের স্রোতে। আর যে কোন অবস্থায় ভেবে নিতে পারি আর যাই হবে হোক বর্তমানটাতো বাস্তব।..............
আমার নিজস্ব অভিমত অন্যদের সাথে দ্বিমত তৈরী হতেই পারে....................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।