আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে অপ্রচলিত ধর্মসমূহ (Non mainstream religion)

থলের বিড়াল খুজতেছি পর্ব ২: আসাট্রু (Asatru) : এই ধর্মের উদ্ভব ১৯৭০ সালে জার্মান পৌত্তলিকতার একটি পুনরূজ্জীবন হিসাবে। ১৯৭২ সালে আইসল্যান্ডে গ্রীষ্ম কালীন উৎসবের অংশ হিসেবে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরের বছরে এটিকে Íslenska Ásatrúarfélagið বা জাতীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর কিছুদিন পরেই আমেরিকায় এটি ভালগার্ড মারের মাধ্যমে প্রচার পায়। পঁচিশ বছর ধরে সেখানে এ ধর্মের একটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিঠত হচ্ছে।

Asatru এর বিশ্বাস: এই ধর্মের মতে ঈশ্বর মানুষের মাঝেই বিদ্যমান এবং বিশ্বের বিভিন্ন কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ধর্মের মূলভিত্তি তিনটি : এ্ইসার: এটি গোত্র বা দলের দেবতা যিনি নেতৃত্ব গুণাবলী সম্পন্ন। ভানির: যেটি সরাসরি না থেকে পৃথিবী ও প্রকৃতির মধ্যে বিদ্যমান। যোথনার: যুদ্ধ ও ধ্বংসের দেবতা হিসেবে । সিম্বলিক হিসেবে বিদ্্যমান।

বর্তমানে এই ধর্মের অনুসারীরা ৯ টি নীতি পালন করে: Courage: both physical and moral courage Truth: spiritual truth and actual truth Honor: one's reputation and moral compass Fidelity: remaining true to the Gods, kinsmen, a spouse, and community Discipline: using personal will to uphold honor and other virtues Hospitality: treating others with respect, and being part of the community Industriousness: hard work as a means to achieve a goal Self-Reliance: taking care of oneself, while still maintaining relationships with Deity Perseverance: continuing despite potential obstacles (সুত্র : ইন্টারনেট) Asatru এর দেবদেবী: ODIN হল একচক্ষু ঈশ্বর তিনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং মায়াবী, যারা ​​গাছে থেকে জীবন যাপন করে। Thor বজ্রধ্বনি দেবতা , যিনি ঐশ্বরিক হাতুড়ি দিয়ে কাজ চারিয়ে যান। বৃহস্পতিবার (Thor দিবস) তাঁর প্রতি সম্মান দেখিয়ে রাখা হয়েছে। Frey হল শান্তি এএর উপাস্য কারীকে তিনি উর্বরতা এবং সমৃদ্ধি দিয়ে পুরষ্কার দেন। লোকি একটি ফক্কড় দেবতা, যারা ​​ভিন্নমত পোষণ করা এবং বিশৃঙ্খলার জন্য দায়ী।

Freyja হল ভালবাসা ও সুন্দর একটি দেবী, সেইসাথে যৌনতারও দেবী অনেক নারীকে ফ্রেইজা বানিয়ে উপাসনা করা হয়। (গোপনে) Frigg হল ODIN স্ত্রী এবং পরিবার, বিবাহিতা মহিলাদের উপর যারা নিয়ন্ত্রন করেন। এই ধর্মের সম্পর্কে বিস্তারিত View this link ১ম পর্বের লিংক View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।