চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
যদি কুম্ভকর্ণের মত শত বছর ধরে
হাটু গেড়ে পড়ে থাকি
তোমার পদ চুম্বন করে;
তবে কী শোধ হবে?
দলন, পীড়ন এবং স্খলনের মত
নারকীয় দহন যন্ত্রণা-
খুদী'র মতই তোমার অস্তিত্ব ঢের বিস্ময়কর;
নাকি তুমি, নাকি তোমাতেই সে-
মানুষের ভেতর তুমি এক অতুলনীয় দ্বিধা;
সবাই বলে তুমি মানুষের ভেতরেই আছো,
রঙ, আকার, প্রকার সবই ধারণ করো
অথচ কোনটাই দেখি না
খুঁজতে গিয়ে অনুভব করি
কারো ভেতরটা কারো মত নয়;
আমি জন্মান্র্ধ ছিলাম না
পৃথিবীতে এসে অন্ধ হয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।