হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে কম্পিউটার এর পুরানো আইকন দেখতে দেখতে বোর হয়ে গেছেন এখন আপনি ইচ্ছে করলেই আপনার কম্পিউটার এর যেকোনো আইকন নিজের মন মত ছবি দিয়ে পরিবর্তন করতে পারবেন Microangelo on display 7 সফটওয়্যার টি দিয়ে। সফটওয়্যারটি ইন্সটল করার পর সবকিছুরই রাইট ক্লীক এ appearence নামে একটা অপশন পাবেন। আরো পারবেন যেকোনো ফোল্ডার এর রঙ পরিবর্তন করতে ।। ডাউনলোড করুন এইখান থেকে ডাউনলোড করার পর winrar দিয়ে ওপেন করার পর ৩ টা ফাইল পাবেন । ঐ ৩ টা ফোল্ডার এর ভিতর প্রতিটাতে ১ টা ফাইল আছে । একটা ফোল্ডার বানিয়ে ঐ ৩ টা ফাইলকে একি জায়গায় রাখুন। সফটওয়্যার এইটা রিটেইল ভার্সন সুতরাং ফুল ভার্সন করার চিন্তা নাই আইকন নিয়ে চিন্তা করছেন ??? কত আইকন লাগবে ... যা চাইবেন তাই পাইবেন শুধু এই সাইটে http://www.softicons.com ঢু মারেন ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।