আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করে

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

ইচ্ছে করে, কাছে যদি আসলে, তবে দূরে কেন চললে। ইচ্ছে করে, কাছে যদি টানলে, তবে দূরে কেন ঠেললে। ইচ্ছে করে, এ মনকে যদি ভোলালে, তবে আমাকে কেন ভুললে। ইচ্ছে করে, এ মনকে যদি স্বপ্ন দেখালে, তবে তা কেন ভাঙ্গালে।

ইচ্ছে করে, নিজেকে যদি উপহার দিলে, তবে কেন ফিরে গেলে। ইচ্ছে করে, নিজের ছবি যদি হৃদয়ে আঁকালে, তবে কেন ছিড়ে ফেললে। ইচ্ছে করে, তোমার কথা যদি বললে, তবে আমার কথা কেন ফেললে। ইচ্ছে করে, আমাকে যদি হাসালে, তবে কেন আবার কাঁদালে। ইচ্ছে করে, আসতে যদি বললে, তবে কেন ফিরে দিলে।

ইচ্ছে করে, আমাকে যদি বুঝবে না, তবে তোমাকে কেন বোঝালে। ইচ্ছে করে, সুখের গল্প যদি করলে, তবে কেন বেদনার রচনা লিখলে। ইচ্ছে করে, নাই যদি ভালবাসবে, তবে কেন তা শেখালে। ইচ্ছে করে, কষ্ট যদি দেবে, তবে কেন আনন্দ দিলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.