আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করে......

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ ইচ্ছে করে উদাস হই আনমনে হারিয়ে যাই নীল-সবুজের অসীমতায়। সীমাহীন কষ্টগুলো জমা দিয়ে আসি, ক্ষণিকের জন্য। হয়তো কোন এক কালবেলায় আবারও গচ্ছিত কষ্টগুলো ফিরিয়ে আনবো চুপিসারে। জানবে না কেউ, বুঝবে না কেউ, দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে। কেন আমি এই দুঃখকেই এতো বেশি ভালবাসি? ইচ্ছে করে সোনালি ভোর হই পাখিদের কলকাকলিতে সকলের ঘুম ভাঙ্গাই, কষ্ট ভুলে ফিরিয়ে আনি একটু প্রাণোচ্ছাস, ক্ষণিকের জন্য।

কোকিলের কুহুতানে, দোয়েলের সুমধুর সুরে, ভোরের হিম-শীতল হাওয়ায় দুঃখগুলো দিই উড়িয়ে। জানবে না কেউ, বুঝবে না কেউ, দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে। কেন আমি এই দুঃখকেই এতো সযত্নে লালন করি? ইচ্ছে করে তমসাচ্ছন্ন রাত্রি হই কষ্টগুলো লুকিয়ে রাখি আঁধারি আলোয়। সেই অন্ধকারে উজাড় করে দেই কষ্টগুলো, ক্ষণিকের জন্য। ঘন-আঁধারে ঝিঁঝিঁ পোকাদের মিটিমিটি আলোতে, নদীর জলে ভাসিয়ে দেই কষ্টগুলো, জ্যোৎস্না স্নাত রাতে।

দেখবে না কেউ, জানবে না কেউ, দেবো না কাউকে দেখতে, কাউকে জানতে। কেন আমি এই দুঃখকেই এতো বেশি আগলে রাখি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.