আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে ছিল

এসো আবার চড়াই উৎড়ই..........

সপ্ন দেখব বলে পৃথিবীতে এসেছি, আর সপ্ন নিয়েই নাকি বেচেঁ থাকে মানুষ, একটা পরিচ্ছন্ন জীবনের সপ্ন কি আমরা কেউই দেখতে পারি না। পরিচ্ছন্নতা ব্যাপারটা যার যার নৈতিকতার উপর নির্ভরশীল। আর তাই আমার নৈতিকতা থেকে আমার পরিচ্ছন্নতা ছিল স্বয়ংস্বম্পূর্নতা, স্বনির্ভরতা, কোন রকম অসাধু উপায় ছাড়া সমাজে টিকে থাকা। সমাজের পঙ্কিলতা যতটুকু পারা যায় ধুয়ে মুছে দেয়া। এখনও তাই নিজের পায়েই দাড়াতে পারিনি, আজও মাস শেষে হাত পাতি বাবা মার কাছে, আজও সেই মোবাইল নাম্বারটিতে কল করি, আজও বন্ধুদের খোঁচাই, আজও ক্ষুদার্থের সামনে গোগ্রাসে গিলি, আজও এড়িয়ে চলি সমস্ত নোংরামি। আর নোংরামি ব্যাপারটা মনে হয় এমনই অন্যে করলেই নোংরামী আর নিজে করলে দুষ্টামী/জাস্ট এনজয়। আর পারছি না, মনে হচ্ছে ভেঙ্গে পড়ছি, সব ভেঙ্গে পড়ছে। আমার আমি, আমার সপ্ন, আমার পরিচ্ছন্নতা। একটু শেখড় দেখলেই আকড়ে ধরি, অপেক্ষাকৃত কম নোংরা পথটা বেচেঁ নেই যদিও জানিনা এভাবে মানুষ একদিন গ্যালাক্সি শাষন করতে পারবে কি পারবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.