আমাদের কথা খুঁজে নিন

   

কোন দ্বিতীয় মানুষের গাফিলতির কারণে যখন কারো মৃত্যু ত্বরান্বিত হয়, প্রত্যাশিত সময়ের অনেক আগেই যখন কোন আপনজনের অন্তিম-প্রস্থান ঘটে, তখন সেই মৃত্যুকে ‘নিয়তি’ বলে মানতে ইচ্ছে করে না, মনে হয়, সেই মৃত্যু ঈশ্বরের ইচ্ছে নয়, বরং মানুষের অবহেলার ‘পাপ’।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ১১৭ টা প্রাণ ! ! ! ! কি সংঘাতিক ! ! ! তাও নাকি ছুটির দিন ছিল , পোশাক স্রমিকদের জীবনের মূল্য হিসাব করার সময় বোধয় এসেছে মৃত্যু, সৃষ্টির শুরু থেকে তার চমক ধরে রাখতে পেরেছে। কিন্তু, নানান রকম মৃত্যুর ভেতরেও অপঘাতের মৃত্যু যেন সব চেয়ে অপমানের আর বঞ্চনার। মানুষকে তো মরতেই হয়। জীবনের অনেকখানি স্বাদ নিয়ে বিবর্তনের শর্তের যেই মৃত্যু, দুঃখ দিলেও, তা ক্রোধের উদ্রেক করে না। কিন্তু কোন দ্বিতীয় মানুষের গাফিলতির কারণে যখন কারো মৃত্যু ত্বরান্বিত হয়, প্রত্যাশিত সময়ের অনেক আগেই যখন কোন আপনজনের অন্তিম-প্রস্থান ঘটে, তখন সেই মৃত্যুকে ‘নিয়তি’ বলে মানতে ইচ্ছে করে না, মনে হয়, সেই মৃত্যু ঈশ্বরের ইচ্ছে নয়, বরং মানুষের অবহেলার ‘পাপ’।

এর ‘শাস্তি’ আর ‘সুবিচার’ তাই মানুষ প্রত্যাশা করে। তাতে অবশ্য হারানো মানুষ ফিরে আসে না। তবু তা হয়তো সাগর পরিমাণ বেদনায় সুচ-পরিমাণ সান্ত্বনা দিতে সক্ষম হয়। যারা এই গাফিলতির, এই পাপের প্রকৃত বিচারের জন্যে আন্তরিক চেষ্টা করতে পারতেন, কিন্তু করেননি, আর যে কোন ক্ষয়-ক্ষতির মত করে, যারা এই দেশের নাগরিকদের ‘অকাল’ ও ‘অপঘাতের’ মৃত্যুর ঘটনাগুলোকেও প্রাত্যহিক ঔদাসীন্যে অবজ্ঞা করেছেন, সেই সব ক্ষমতাবান মানুষদের বসবাস, এই দেশের সাধারণ, বুক ভেঙ্গে যাওয়া সমস্ত মানুষের হাজারো দীর্ঘ-শ্বাসের সম্মিলিত অভিশাপের অনেক ঊর্ধ্বে। তাদের নিরেট বুকে, এই ব্যথার কোন আভাস আছে, এমনটা তাদের আচরণে কখনোই মনে হয়নি।

কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে আমার ঘরের আগুন কখন তোমারও ঘর পোড়াবে কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে মরেছে আমার ভাই মরেছে আমার বোন ন্যায্য কারণে ভেসেছে দু’চোখ ভেঙেছে আমার মন আমি তো আপনহারা তাই এত চিৎকার আমি তো নিয়েছি আমার দু’কাঁধে মৃত পুত্রের ভার তোমার দুধের সন্তান আজও কথা কয় ঘুমো-ঘোরে তুমি আছো তাকে ধরে বুকেতে আড়াল করে তবু কি বাঁচানো যাবে অকাল মরণ খুঁজবে তাকে কি ক্ষতিপূরণ গ্রহণ করবে নালিশ জানাবে কাকে ? সমবেদনার হাত চাই না আমার কাঁধে জানি না আসলে প্রতিকার আসে কি রকম প্রতিবাদে খোয়া গেছে আজ সব আমার তাই কেটে গেছে ভয় হারিয়ে বুঝেছি ঘুমিয়ে থাকার সময় এটা তো নয় আমি বেঁচে আছি আমি জেগে আছি ঘুমোতে পারি না বলে তোমার মনের কড়া নেড়ে চলি তোমাকে জাগাবো বলে তখন জাগবে বুঝি তোমাকে কিছু না বলে লুকালে তোমার বুকের মানিক চির নিদ্রার কোলে। । সায়ান অনেক সুন্দর গানটা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.