আমাদের কথা খুঁজে নিন

   

সেইভ এ লাইফ - মানবিক আবেদন।

আমার পোস্ট আমার মতামতঃ যে কারো মতের সাথেই দ্বিমত হতে পারে। ফেসবুক পেইজে দেয়া কিছু পোস্টঃ আমি নাজিয়াত হক রূম্পা। Chittagong University থেকে International Relations এ অনার্স এবং মাস্টার্স শেস করেছি মাত্র। আমার আম্মু একজন স্কুল শিক্ষক আর আমার আব্বু হচ্ছেন একজন এডভোকেট। কক্সবাজার শহরে আমাদের অস্থায়ি ঠিকানা।

আব্বু আম্মু'র অক্লান্ত চেষ্টা আর পরিশ্রম আমদের হয়ত কখনও কিছুর অভাব বোধ করতে দেয়নি, কিন্তু জীবনের একটা প্রান্তে এসে যে এতটা অসহায় হয়ে যেতে হবে, তাও টের পাইনি । আজ আমার আম্মু অনেক অসুস্থ। ৩ মাস এর মত হচ্ছে তার ক্যান্সার ধরা পরে। কেমোথেরাপি চলছে। এর মধ্যে অনেক টাকা খরচ হয়েছে, হচ্ছে।

আমাদের মত মধ্যবিত্ত পরিবার এর পক্ষে হয়ত এটুকু চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু, মুল সমস্যা হয় যখন আম্মু'র শরীরে " HER-2 " নামে একটা টিস্যু POSITIVE আসে । এই টিস্যু টা মানুষের শরীরে রক্ত উৎপাদনে বাধা দেয় এবং দ্রুত ক্যান্সার এর ভাইরাস কে ছড়িয়ে দেয়। এটার কারনে আম্মু' আরও অনেক অসুস্থ হয়ে পরছে এবং এটার হাত থেকে আম্মু কে বাচাতে চাইলে immediately ইনজেকশন দিতে হবে কেমথেরাপি'র পাশাপাশি, এবং তা যত তাড়াতাড়ি সম্ভভ। কারন, ডাক্তার এর কথা অনুযায়ী , আম্মু'র একেকটা ঘণ্টা যাচ্ছে, মানে আম্মু' একটু একটু করে মৃত্যুর অনেক কাছে চলে যাচ্ছে।

আমার সহজ সরল বাবা, আমি একা, কিনবা আমার ছোটো দুই ভাই'এর পক্ষে আমার আম্মু'কে বাচিয়ে রাখাটা অসম্ভব হয়ে পরেছে্ । প্রায় ২০ লাখ টাকা লাগবে আম্মু'র জন্যে। যা, সবার সাহায্য ছাড়া সম্ভব নয়। যে দুই টা ঠিকানায় সাহায্য পাঠাতে হবে, তা এই PAGE এ দেয়া আছে। আমি সবার কাছে মিনতি করছি, আমাকে সাহায্য করুন।

আমি হয়ত আপনাদের সাহায্যে আম্মু'কে সুস্থ করে তুলতে পারবো। প্রায় ২ থেকে ৩ মাস হতে চলল আম্মু অসুস্থ। ক্যান্সার। যা এখন lest stage আছে। এরমধ্যে কেমোথেরাপি চলছে যা ৮ টা দিতে হবে, যার একেকটার দাম আসে ৪০ হাজার টাকা করে।

হয়ত, এরপরেও আমার পক্ষে সম্ভব হত আমার মায়ের জন্যে কিছু করার। কিন্তু, ডাক্তার বলেছেন, আম্মু'কে বাচাতে হলে কেমোথেরাপির সাথে immediate ইনজেকশন দিতে হবে ৬ থেকে ১০ টা, যার দাম প্রায় ২ লাখ টাকা পরবে প্রত্যেকটা। প্রায় ২০ লাখ টাকার মত লাগবে আম্মু'কে বাচাতে। আম্মু সারাজীবন তিলে তিলে আমাদের গড়েছেন। যখন সময় আসলো আম্মু'র জন্যে কিছু করার, এ সময় টুকুও কি আম্মু'কে ধরে রাখতে পারবনা? আমি সবার কাছে অনেক মিনতি নিয়ে বলছি, আমাকে একটু সবাই সাহায্য করুন।

আমার মাকে এভাবে চোখের সামনে মারা যেতে কিভাবে দিই? নিজেরা, কিনবা আশেপাশে যারা সামর্থ্য বান আছেন, প্লিজ, হয়ত সবাই মিলে চেষ্টা করলে আমার আম্মু কে বাচাতে পারব। To send Help for my Mother, there is 2 A/C No . 1) Nazma Banu Khanam, A/C No: 04634000868, Bank Asia LTD, Cox's Bazar Brance, Cox's Bazar. 2) Najiat Hoque, A/C No: 42454 Islami Bank, Agrabad Brance, Chittagong. Pls, share this to all of your friends and family. ফেবু পেইজ লিঙ্কঃ save my mother ফেবু কন্ট্যাক্ট লিঙ্কঃ নাজিয়াত রুম্পা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.