আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ওয়েবপেইজ PDF আকারে সেইভ করুন....

মন খুলে কথা বলুন....

আমরা সাধারণত PDF ফাইল PDF Maker দিয়ে বানিয়ে থাকি। এই পোষ্ট আমরা PDF ফাইল বানানো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেকোন ওয়েবপেইজ বুকমার্ক করে থাকি। এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু যেসময় উইন্ডোজ পুনরায় সেটআপ দেয়া লাগে তখন আর এই দরকারি বুকমার্কগুলো পাওয়া যায় না।

এইজন্য অতি জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স একটি add-onns বানিয়েছে। তার নাম হল Web2PDF Cnverter। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবপেইজ PDF আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে কোন ঝামেলা নেই আর আপনার উইন্ডোজ বা ব্রাউজার পুনরায় সেটআপ দিলে কোন সমস্যা হবে না। এজন্য আপনাকে নিচের ঠিকানা থেকে add-onns টি নামাতে হবেঃ Click This Link ইন্সটল করার পর নীচের ছবির মত বুকমার্ক ট্যাবে একটা লিংক আসবে।

এখন আপনি যে পেইজ সেইভ করতে চান তাতে প্রবেশ করে ঐ লিংকে ক্লিক করলে নিচের মত একটা পেইজ আসবে আর সেখানে লিখা থাকবে ফাইলের সাইজ আর ডাউনলোড লিংক। আপনি এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করলেই আপনার পেইজটি PDF আকারে সেইভ হয়ে যাবে। কি!!! মজার না ব্যাপারটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই আপনাকে ফায়ারফক্সকে ব্রাউজার হিসেবে ব্যাবহার করতে হবে।

এই লিখা পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.