আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে অপ্রচলিত ধর্ম সমূহ (Non mainstream religion)

থলের বিড়াল খুজতেছি যুগ যুগ ধরে পৃথিবীতে ৪টি প্রধান ধর্ম বিদ্যমান। এছাড়া কিছু ধর্মবিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত আছে যা অন্য ধর্ম থেকে উঃপত্তি হয়েছে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ধর্ম আছে যেগুেলা সম্পর্কে মানুষের মধ্যে অনেক বিশ্বাস এবং তর্ক বিতর্ক রয়েছে। এসব ধর্মের অনুসারী বর্তমানে খুবই বেশি এবং এদের আঝঠ নিজস্ব বিশ্বাস ,নিয়ম এবং নীিত। আজকে প্রকাশ করা হচ্ছে প্রথম পর্ব১ম পর্ব)ঃ বাহাই ফাতাহ (Bahai Fatah) বাহাই বিশ্বাস একটি একেশ্বরবাদী ধর্ম ।

এটি উনবিংশ শতাব্দীতে চারু হয়। এরা দাবী করে যে আজকের বিশ্বের প্রধান প্রধান ধর্মের মূল হল ঈশ্বরের থেকে প্রগতিশীল উদ্ঘাটন অংশ। বাহাই সমস্ত মানবজাতির মধ্যে একতা এবং জোরা দিয়ে একটি একাট্টা বিশ্ব সমাজের জন্য সংগ্রাম করছে। বাহাই সবলে সামাজিক এবং শিক্ষার ব্যপক প্রসার এর মাধ্যমে জাতিগত এবং লিঙ্গ সমতা, ধর্মীয় সহনশীলতা, পরিবেশগত দায়িত্ব, এবং প্রয়োজন তাদের জন্য উন্নত অর্থনীতি উন্নতির জন্য নিয়োজিত। (বাহাই দের ধর্মীয় মূল স্তম্ভ) বাহাই তাদের বিশ্বাস অন্যান্য ধর্ম নথিভুক্ত না করিয়ে থেকে পৃথক ও স্বাধীন বিবেচনা দ্বারা প্রচলিত হয়েছে।

যদিও এ ধর্মের প্রধান মূল অনুসরণ হয়েছে শিয়া মতবাদ থেকে। সৈয়দ আলী মুহুম্মদ ১৮৪৪ সালে এ ধর্মের প্রচলন করেন। এটি মূলত ইসরাইল থেকে প্রচলিত হয়। বাহাই সম্পর্কে অরো জানতে ক্লিক করতে পারেন View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।