আজ সকালে অফিসে আসিবার পথে দেখিলাম, "জয় সেলুন"।
হুট করিয়া আমার মধ্যকার চেতনা জাগ্রত হইয়া উঠিল। শাহবাগের সেই চিরচেনা "চিল্লানি!" গুলো কানে বাজিয়া উঠিল।
"জয় বাংলা, জয় বাংলা। "
"জয় জনতা, জয় জনতা।
"
"জয় শাহবাগী, জয় শাহবাগী। "
"জয় চেতনা, জয় চেতনা। "
"জয় বাঙ্গালী, জয় বাঙ্গালী। "
শাহবাগ কে আজ অনেক বেশি সফল মনে হইতাছে। তাহাদিগের চেতনা বিক্রি হইতাছে, আলহামদুলিল্লাহ।
বুকে(!)ও ধারন করা শুরু করিয়া দিয়াছে।
তাহাদিগের আরো বেশি করিয়া চেতনা’র প্রচারনা চালাইতে হইবে। তাহা হইলে, আজকে যেমন করিয়া “জয় সেলুন” দেখিয়া আমার মধ্যিকার চেতনা জাগিয়া উঠিল, তেমনি করিয়া রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড টাঙাইয়া চেতনার বিজ্ঞাপন দেয়া হইলে আশা করি সবাই অন্ততঃ চেতনার ভাবার্থ বুঝিতে সক্ষম হইব। সর্বোপরি, চেতনা বুকে, পিঠে, ঠ্যাঙে ধারন করিতে পারিব। জাতি আবারো সগর্বে মাথা তুলিবার শক্তি পাইবো।
তবে তাহাতে ইন্ধন (ঠেলাবাজি, চাপাবাজি) যোগানোর দায়িত্ব শাহবাগীদেরই নেওন লাগিব। শত হইলেও নতুন প্রজন্মের ধ্বজাধারী! !!!
“জয় জনতা”, “জয় দেশপ্রেম”, “জয় সেলুন”।
বিঃ দ্রঃ উপরের উল্লেখিত “জয় সেলুন” আসলেই একটা চুল, দাঁড়ি, ব্লা ব্লা ব্লা ইত্যাদি’র অরিজিনাল সেলুন ছিল। “জয়” শব্দটা দেখিয়া কেমন যেন দেশপ্রেম উতলাইয়া উঠিয়াছিল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।