আমাদের কথা খুঁজে নিন

   

বিকারগ্রস্থ মস্তিস্কের বিকার ভাবনা !!! কিছু স্মৃতি কিছু অনুভূতি এখনও বহন করছি !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! টিস্যু প্যাপারের ভাঁজ থেকে দুটো টিস্যু ও ব্যাক্তিগত হয়ে যায় নিতান্ত অনিচ্ছায়। .... এই ঘন আলোকে পুড়ে যায় মন এই পোড়া মন চলে যেতে চায় পালাতে পারিনা এ শহরের পলাতক চাঁদ থেকে পালাতে গিয়ে দেখি জোছনায় ডুবেছে শহর।। লাস্ট বেঞ্চ ফেলে আসা স্মৃতি - ফুলের গন্ধে টানছে একটি সন্ধ্যা !! রঙচটে হলুদ টিশার্টে শ্রাবণে মেঘ জমে শিশ দিয়ে সময়ের কথা রেখে যায় চোখে জুগলে অতঃপর তাহার কথা -রাস্তার ৫ টাকায় হাত দেখানোর ছোট টিয়ার ঠোটে বন্ধি থাকে !! প্রথম পত্র তোমার মনে কিছু আলোক ঝটা কিছু শিহরণ , কিছু অনুভূতি , কিছু কল্পনা , কিছু ভাবনা , কিছু উদবেগ, কিছু আশা, কিছু রঙধনু এর রঙ কিছু প্রত্যাশা , কিছু প্রত্যয় , কিছু আনন্দের উচ্ছাস , কিছু কিছু মুঞ্চায় দেই ছিটিয়ে তোমার মনে .............................. এমন করে !! অদ্ভুত অনুভূতি তোমার জন্য !! অদ্ভুত ভালো লাগা তোমার জন্য !! অদ্ভুত কল্প জগৎ সৃষ্টি তোমার জন্য !! অদ্ভুত হৃদয় এর ক্ষরণ তোমার জন্য !! অদ্ভুত অনুভূতি তোমার জন্য !! অদ্ভুত মোনতা দীর্ঘশ্বাসের অন্তরালে আছো তবুও তুমি !! বিকার গ্রস্থ মস্তিস্কে এর অনুভূতি !! 2য় পত্র কোন এক বর্ষার দিনে !! সাকিব নামক একটি ছেলে অনেক উৎফুল্লও হয়ে ডোবায় হাতে টেডা নিয়ে দৌড়ে যায় মাছ ধরতে !! এইটা শুধুই শখের বসে বলা যাবে না খেলার ছলে বলাটাই ভালো !! অনেক ছেলেরা ছিল তার সাথে অনেক আনন্দের ভাসছিল সেই ক্ষন গুলো !! এখন কেন জানি চোখের সামনে ভাসছে কালো মেঘের মতো , চোখের কোনে কি যেন হারানো দিনের জন্য হাহাকার করে , কত আনন্দময় ছিল সেই সব দিন গুলো বান্ডুলের মতো ঘুড়ে বাড়ানো , শাসনের ভয়কে তোয়াক্কা করে নিজের জগৎএ হারিয়ে গিয়েছি বারবার , এখন ইচ্ছা হলেও কোন উপায় নাই , এখন বকা খাবার কোন ভয় নাই কিন্তু সময় কই , সেই পরিবেশ কই ? আমার মনটা খারাপ কেন জানি না, আসলে জানি উল্লেখ করতে মন চাইছে না যে বুঝার সে বুঝুক না বুঝলে নাই !! তাই আবল তাবল বকছি !! কারো কষ্ট হইলে আমি দুঃখিত !! কাউকে পড়তে বলছি না !! এড়িয়ে যান !! আবার মনে হইতাছে সেই ছোট কালে ফিরে যাই ! কত মজা ছিল নাটাই -ঘুড়ি, মার্বেল , ডাংগুটি , মাছ ধরা , লিচুর বিচি দিয়ে খেলা , হাডুডু, দাড়িয়া বান্দা, ফুটবল , ক্রিকেট ...উফফ হেন খেলা নাই যে খেলি নাই !!! মনটা সেই ছোট বেলায় নিয়ে যাচ্ছে !! কেন জানি না !! পাবার ছিল অনেক ...কিন্তু হারাবার ভয় ছিল না কিছুই তাই এতো প্রিয় আমার ছোট বেলা !! আমাদের ছোট বেলা !! আমি প্রফেশনাল লেখি না !! যে ভুল করে পড়বেন দয়া করে ভুল হলে মাপ করবেন !! যা লিখিছি একবারি লিখিছি রিভাস দিতে মন চাইছে না !! ৩য় পত্র অনাগত বৃষ্টিতে ভিজে ভিজে অতীতযন্রনা , দুঃস্মৃতি, কালস্মৃতি মনে-পরুক আমি চাই না ... আমি চাই না মাতাল রাতে একা আকাশ পানে ভুল করে তোমার মুখ ভেবে চাঁদের পানে তাকাতে । । । কষ্ট কি আমার একার নাকি ? কষ্ট কি শুধু পায় তারা যারা ভালোবাসতে যানে ... আগে জানলে তোমার মত হতাম , , , তোমায় ঘৃণা করতাম !!! আজিব হই এখনও কাঊকে ভালোবাসলাম এর বিনিময় এ পেলাম কষ্ট অথচ ঘৃনা করলে !!! কেঊ হাসে না ... কষ্টও দেয় না !!! আজিব দুনিয়া !!! সত্যি আজিব লাগে লাগে !!!! ৪র্থ পত্র তোমার মতন কেন আমার ইচ্ছে হয় না ? তোমায় অবহেলা করতে !! কে জানে হয়তো আমার ইচ্ছে গুলোন তোমায় চায় পাগলের মতোন আমার ইচ্ছে গুলোন অনেক রঙ্গিন শুধু স্বপ্ন খোজেঁ তোময় ঘিরে , , , , , , ৫ম পত্র পিছনে ফিরে চাই অতীত একটি অত্যন্ত ক্রুর হাসি দেয় আমায় আতঙ্কবোধ করে !!! এই গুলা আমার এখন কার অনুভূতি না যদিও , তবুও পাগলামী গুলো আমার ভালোই লাগে , ফেইসবুকে কান্দাইয়া কান্দাইয়া ভাসাইসি স্ট্যাটাস এ কি অদ্ভুত তাই না , সব এখন স্মৃতির পাতা -- ঝড়ে পড়ে পাতার মতো তবে শুখনো মরমর আওয়াজো তুলে না হৃদয় জুড়ে -আসলে মানুষ হতে চেয়েছিলাম এখন নিজেকে রক্তমাংসের মেশিন মনে হয় - অনুভূতি গুলো লেখার মাঝেই সীমাবদ্ধ থাকে - নিরবে চোখের পাতায় ছিল যা হয়তো একদিন !! আমি শুধু মন খারাপ করার লেখাই দেই আফসুস কি করবো অনেক তো ব্লগার আছে ভালো ভালো জোক্স দেয় , আসলে আমি যা পারি এবং আমার নিজস্ব লেখাই আমি আমার ব্লগের প্রকাশ করতে চাই বলে আমার মতো লেখা গুলোই আসে !! যাই হোক বিরক্ত ভড়ে পড়ার জন্য ধন্যবাদ !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.