কতগুলো বিষন্ন রাত পার করেছি হিসেব নেই। রাস্তার নেড়ি কুকুরের মত ঘুরে ঘুরে এক সময় ক্লান্ত হয়ে ঠিক বাড়ি ফিরেছি। সামাজিক জীবের মত। সামাজিক জীবের মত আমার ঘর আছে। পরিবার আছে।
বাবা আছে; মা আছে: কিন্তু নিজেকে সামাজিক ভাবতে আমার বড্ড ভয় হয়। কিছু সামাজিক জীবের কা
অনেক অনেক অনেক স্বপ্ন দেখতাম।
স্বপ্ন দেখতে ভালো লাগত।
সৃজনশীল কাজে বরাবরাই আমার আগ্রহ; কারন আমার স্বপ্ন গুলো সৃজনশীল কাজের।
অনেক আশা নিয়ে শুরু করি।
নিজের ফার্ম। হঠাৎ করে ব্যবসার অবস্থা খুব খারাপ হতে শুরু করে। দিন কয়েক এর ভেতর বন্ধ করে দিতে বাধ্য হই। সমস্যা এটা না কারণ ব্যবসায় লাভ-ক্ষতি থাকবেই। সমস্যা হল দিন দিন আমি মনে হয় বিকারগ্রস্থ হতে চলছি।
এমন মনে হওয়ার কারণ :
১। সারা রাত জেগে থাকি কোন কারণ ছাড়াই শুধু বারান্দায় বসে থাকি।
২। কোন কারণ ছাড়াই রেগে যাই।
৩।
গাল ফ্রেন্ড-এর সাথে অযথাই ঝগড়া করি।
৪। দিনের বেলা সারাদিন ঘুমোই।
৫। পরিবারের কাউকে সময় দিতে পারছি্ না।
আরো অনেক সমস্যা নিয়ে আছি। আপনাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে বাধিত করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।