Click This Link
একজন মা'য়ের অনুভূতি
Click This Link
এক বিকারগ্রস্থ পুত্রের প্রতিক্রয়া
বেগম রোকেয়া যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তাঁর অনুভূতি আজ কি হত উক্ত ২টা পোষ্ট দেখে?---খুব জানতে ইচ্ছা করছে। ১জন মা তার মেয়েকে (সন্তান বললাম না। কারন, আমাদের সমাজে মেয়েদের আসলে সন্তান নয় মেয়ে সন্তান হিসেবে মানুষ করা হয়) পুরুষ নামক পশুদের হাত থেকে বাচাঁনোর জন্য ডুকরে কাদছে আর একই সময়ে কোন এক মায়ের সন্তান হিসেব কষছে "১ মেয়ে একাধিক ছেলের সাথে প্রেম করে কেন?"
আমাদের নিজস্ব বিচার করার ক্ষমতা সময়ের স্রোতে হারিয়ে গেছে হয়ত। নইলে ছেলেটা কি একবার ও ভেবে দেখেছে তাঁর মা ও কিন্তু একসময় আমাদের বয়সী ছিলেন। ঠিকআছে আমি নিজেকে দিয়ে বলছি ( যেন কোন মা-কে অপমান করছি কেউ না ভাবে, তাই )-- আজ আমি যাই কারি একটা ছেলে যাই করুক আমার বা তার সন্তান কিন্তু তার পুরাটা জানবেনা।
আমরা হয়ত সন্তানের কাছে আদর্শ হব কিন্তু এই ছেলের বাবাটি-ই তার মা-কে ধোকা দিয়ে পরকীয়া করছেনা আবার তার মায়ের একাধিক বয়ফ্রেন্ড ছিলনা----এটিকি সে প্রমান করতে পারবে?
একসময় কোন মেয়েকে ছেলেদের দেয়া শাড়ী পরতে দেখলে গালি দিতাম। বলতাম মেয়েদের মানসিকতা কবে পাল্টাবে? এরপর যখন দেখলাম ঐ ছেলেটি একটা মেয়েরে নিয়ে সময় কাটাবে আর সময় হলে অন্য একটাকে বিয়ে করে তখন মনে হয় ঐ মেয়েগুলি ভালই করেছে।
আমাদের মাঝে আজ-কাল পরস্পরের প্রতি সম্মানবোধের অভাবটা খুব বেশি। একে অন্যকে নিয়ে
আজেবাজে কথা বলার মাঝে কোন smartness নেই। ছেলে-মেয়ে সবার প্রতি বলছি নিজেকে ধরে রাখতে না পেরে অন্যকে দোষারোপ করে কখনো নিজের মান কমে বৈ বাড়েনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।