আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য গুলো প্রথমেই আপনার জানা দরকার)

তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে খুব কম সংখ্যকই পাওয়া যাবে, যারা বিদেশ হতে একটা ডিগ্রী নেবার স্বপ্ন জীবনের কোননা কোন পর্যায়ে দেখে থাকেন নাই। অনেকেরই সেই সামর্থ আছে কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তা বাস্তবায়নকারীর সংখ্যাটা খুব বেশি না। আমি আমার ব্যাক্তিগত ও আমার সহপাঠি বন্ধুদের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর অবিজ্ঞতার আলোকে কিছুটা আলোচনার চেষ্টা করব। যদি আমার লেখায় কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তবে সুধরিয়ে দিলে আমি পোষ্টে যোগ করে দেব। **************************************************************** উৎসর্গ "উচ্চ শিক্ষার্থে কানাডা" সিরিজটি লিখার জন্য যাকে দেখে অনুপ্রানিত হয়েছি তিনি হলেন ঘরের খয়ে বনের মোষ তাড়ানো বাংলা ব্লগ কমিউনিটির অন্যতম জনপ্রিয় ব্লগার "রাগিব হাসান" ভাই এর ব্লগ পড়ে।

রাগীব ভাইয়ের ব্লগ ঘুরলে মনে হয় কবি কামিনী রায়ের "সকলের তরে সকলে আমরা" কবিতাটিই উনার জীবনের মুল মন্ত্র। তাই এই সিরিজটি উৎসর্গ করতে চাই "রাগিব" ভাই কে। সকলের তরে সকলে আমরা ------ কামিনী রায় "পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, ‘সুখ-সুখ’ করি কেঁদো না আর; যতই কাঁদিবে যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়-ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

" =============================================== পোষ্টের আকার ও বিষয়ের সাথে সংগতী রেখে সম্পূর্ন বিষয়টিকে আমি ৬ টি পর্বে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ============================================== উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য সমূহ প্রথমেই আপনার জানা দরকার) উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন) উচ্চ শিক্ষার্থে কানাডা: ৩য় পর্ব (শুরুটা কিভাবে ও কখন করবেন???) উচ্চ শিক্ষার্থে কানাডা: চতুর্থ পর্ব প্রথম অংশ (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Harvard Professor) উচ্চ শিক্ষার্থে কানাডা: ৫ ম পর্ব (কখন ভর্তীর জন্য দরখাস্ত করবেন) উচ্চ শিক্ষার্থে কানাডা: ৬ ষ্ঠ পর্ব (জীবন-যাত্রার মান ও খরচ কেমন) =============================================== ছবি কৃতজ্ঞতা: গুগল মামা =========================================== কানাডিয়ান বিশ্ববিদ্যালয়: সাধারন তথ্যসমুহ =========================================== প্রথমেই বলে রাখা ভাল যে, কানাডাতে প্রায় সকল বিশ্ববিদ্যালয় সরকারি। লেখা-পড়ার মান সমান হলেও বিশ্ববিদ্যালয় ভেদে বিষগুলোর জনপ্রিয়তাও ভিন্ন। যদিও সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মত এগুলোতে মাসিক ৩০-৫০ টাকা বেতন বা ২০০০~৩০০০ টাকা সেমিষ্টার ফি দিয়ে পড়া-লেখা করা যায় না। বিশ্ববিদ্যালয়গুলোর বেতন কম-বেশি হয় মূলত সেটা কোন প্রভিন্সে অবস্হিত তার উপর নির্ভর করে।

অন্টেরিও প্রভিন্সে অবস্হিত বিশ্ববিদ্যালয়গুলোর বেতন সবচেয়ে বেশি আর আলবার্তা/ব্রিটিশ কলম্বিয়া/ ছাচ্‌কাচোয়ান প্রভিন্সে সবচেয়ে কম। বেতন পার্থক্যটা কেমন সেটা আমার (অন্টেরিও প্রভিন্সে অবস্হিত) ও আলবার্তা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুর তুলনা করলেই জানতে পারবেন। আমি বাৎসরিক টিউশন ফিস দেই ১৯,০০০ কানাডিয়ান ডলার ( ৬৫০০/সেমিষ্টার) আর আলবার্তা পড়ুয়া বন্ধু দেয় ৮,০০০ কানাডিয়ান ডলার ( ~৩০০০/সেমিষ্টার)। **************************************************************** সবচেয়ে কম খরচে কোন প্রভিন্সে পড়া যায়?? ------------------------------------------------------------------------- কানাডা প্রবাসি ব্লগার "বিডি আইডল" ভাই কে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেবার জন্য যে সম্পূর্ন কানডার মধ্যে সবচেয়ে কম টিউশ ফিস হচ্ছে নিউফাউন্ডল্যেন্ডের মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে। টিউশ ফিসটা সত্যই মনে করিয়ে দেবার মত।

Program Fee per Semester $887 (PhD Study), $700~1,000 (MS)। মেমরিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গ্রাজুয়েট টিউশন ফিস সম্বন্ধে যা লিখা আছে: Graduate tuition at Memorial University is among the lowest in Canada মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের পরেই আপনি কম খরচে যে বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন সেটি হল ঠান্ডার স্বর্গরাজ্য খ্যাত Saskatchewan প্রভিন্সের University of Saskatchewan এ। এই বিশ্বিদ্যালের টিউশন ফিস হল প্রতি সেমিষ্টারে $১৭২৩ কানাডিয়ান ডলার, অর্থাৎ, বাৎসরিক $৫১৭০ ডলার। বিস্তারিত এখানে Tuition 2012-2013 কানাডার বিভিন্ন প্রভিন্সের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিস এর তুলনামুলক তথ্য এই সইটে পাওয়া যাবে University tuition fees **************************************************************** বিশ্ববিদ্যালগুলোর শ্রেনীবিন্যাস ------------------------------------------------------------------------- কানাডার বিশ্ববিদ্যালগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করা হয় গবেষনার উপর ভিত্তি করে। অর্থাৎ, যে বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষনা হয় সে বিশ্ববিদ্যালয়ের রেন্কিং তত উপরে।

এই গবেষনা বলতে শুধু শিক্ষকদের গবেষনাকেই বোঝায় না বরং স্নাতোকোত্ত শিক্ষার্থীদের গবেষনাকেও বুঝানো হয়। তাইতো কানাডার বিশ্ববিদ্যালয় গুলোকে স্নাতোকোত্তর শ্রেনীর শিক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে ছোট, মধ্যম ও বড় শ্রেনীতে ভাগ করা হয়। বিশ্ববিদ্যালয় গুলো ক্রম গুলো নিম্নে দেওয়া হল। এখানে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম তাদের মানের উপর দেওয়া হলেও মধ্যম সারির বিশ্ববিদ্যালয় গুলোর ক্রম তাদের নামের পার্শ্বের সংখ্যা দ্বারা নির্দেশিত নয়। =========================================== বড় ৬ টি বিশ্ববিদ্যালয় =========================================== ১) University of Toronto ২) Mcgill University ৩) University of British Columbia ৪) Mcmaster University ৫) University of Alberta ৬) University of Waterloo **************************************************************** মধ্যম সারির বিশ্ববিদ্যালয় =========================================== ৭) Ottawa University ৮) University of Western Ontario ৯) York University ১০) University of Montreal ১১) Dalhousie University ১২) Carleton University ১৩) Queens University ১৪) Simon Fraser University ১৫) University of Manitoba ১৬) University of Victoria ১৭) Memorial University ১৮) University of Saskatchewan কানাডার বিশ্ববিদ্যালয় গুলোর র‌্যান্কিং প্রকাশ করে Maclean's ranking 2011 Maclean's পত্রিকা।

উপরোক্ত লিন্কে গিয়ে আপনিও দেখে নিতে পারেন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টির র‌্যান্কিং । =========================================== কানাডিয়ান আবহাওয়া =========================================== কানাডায় উচ্চ শিক্ষার্থে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় আপনাকে শুধু বিশ্ববিদ্যালয়ের মানের দিকে লক্ষ রাখলেই হবে না সেই সাথে আপনাকে লক্ষ রাখতে হবে কুক্ষাত কানাডিয়ান আবহাওয়ার উপরও। বিশ্ববিদ্যালয়ের অবস্হান যত উত্তরে হবে সেখানকার আবহাওয়া হবে ঠিক ততই কুক্ষাত। ছবি মডেল: লেখক নিজেই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের আবহাওয়া কানাডার মধ্যে সবচেয়ে ভাল। সেই সাথে একটা তথ্য জানিয়ে দেই যে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যান্কুভার শহর হচ্ছে বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শহর।

ওন্টারিওর আবহাওয়াও মোটা-মুটি ভাল। তবে এই ভালটা এই রকম যে জানুয়ারী মাসে ওন্টারিও প্রভিন্সের গড় তাপমাত্রা থাকে শুন্য ডিগ্রীর নিচে আরও ১০~২০ ডিগ্রি। কোন কোন সময় সেটা -২৫ ডিগ্রীতেও নামে। তবে এর পরে আসে Alberta ও Saskatchewan প্রভিন্সের বিশ্ববিদ্যালয়গুলো। জানুয়ারী মাসে এই দুই প্রভিন্সের গড় তাপমাত্রা থাকে -২৫~-৩০।

এর পরে আসে কানাডার সবচেয়ে কুক্ষাত দুই প্রভিন্স: Manitoba ও Newfoundland এর বিশ্ববিদ্যালয় গুলো। এই দুই জায়গার তাপমাত্রার কথা নাহয় নাই বললাম। সুতরাং আপনার স্বাস্হ্যের দিকে লক্ষ রেখে আপনার বিশ্বিদ্যালয়টি বেছে নিতে ভুলবেন না আশাঁকরি। ############################################## কি পড়তে আসবেন PhD/MS (Course based)/MS (Thesis based) ??? =========================================== প্রথমে ঠিক করুন কোন পর্যায়ে PhD/MS (Course based)/MS (Thesis based) পড়া-লেখা করতে আসতে চান। আপনাদের সুবিধার্থে বিভিন্ন পর্যায়ে পড়া-লেখার সুবিধা ও অসুবিধাগুলো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম: -------------------------------------- MS (Course based) : -------------------------------------- প্রথমেই বলে নেই যে, কোর্স ভিত্তিক MS করতে হবে আপনার নিজের টাকায়।

এই ধরনের MS করতে আপনি কোন আর্থিক সাহায্য-সহযোগিতা পাবেন না বিশ্ববিদ্যালয় থেকে। আর যদি ভেবে থাকেন যে পার্ট টাইম কাজ করে নিজের পড়া-লিখার খরচ যুগাবেন তবে সেটা আমার মতে আকাশ-কুসুম কল্পনা। সুতরাং বাবা-মায়ের অঢেল অর্থ না থাকলে এই পথে পা না বাড়ানোই শ্রেয়। ====================== MS (Thesis based) ===================== এই ধরনের MS করতে আপনি প্রায় সব ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা পেয়ে থাকবে বিশ্ববিদ্যালয় থেকে। আর্থিক সাহায্য-সহযোগিতাগুলো নিম্নরুপ: ১) Teaching Assistantship (TA) ২) Research Studentship (RS) ৩) International Master's Student Awards (IMSA) [২ বছর বা ৬ সেমিষ্টার] ============================= PhD Study ============================= এ পার্যায়ে অধ্যায়নের জন্য আপনি নিম্নক্তো আর্থিক সাহায্য-সহযোগিতা পাবেন বিশ্ববিদ্যালয় থেকে: ১) Teaching Assistantship (TA) ২) Research Studentship (RS) ৩) International Doctoral Student Awards (IDSA) [৪ বছর বা ১২ সেমিষ্টার] আপনার প্রশ্ন হতে পারে যে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য-সহযোগিতা টিউশন ফিস দিয়েও নিজের চলার জন্য পর্যাপ্ত কি না? উত্তর: হ্যা, টিউশন ফি দেবার পরে যে টাকা আপনার হাতে থাকবে সেটা দিয়ে খুব ভালভাবে এক জনের চলে যাবে।

বিশ্ববিদ্যালয় ভেদে টাকার পরিমানটা হলো ওন্টেরিও প্রভিন্সে ১০০০ থেকে ১৫০০ কানাডিয়ান ডলার প্রতিমাসে। PhD ছাত্ররা MS (Thesis based) ছাত্রদের তুলনায় ২০০~৩০০ ডলার বেশি পেয়ে থাকেন প্রতিমাসে। এই টাকা দিয়ে প্রতিমাসের থাকা-খাওয়ার খরচ চালাতে হবে যেটা আমি উচ্চ শিক্ষার্থে কানাডা: ৬ ষ্ঠ পর্ব (জীবন-যাত্রার মান ও খরচ কেমন) পোষ্টে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে বলে রাখা ভাল যে, যদি আপনি বিশ্ববিদ্যালয়ের বাহিরের কোন স্কলারশিপ পান যেমন: Ontario Graduate Scholarship তবে সেক্ষেত্রে টিউশন ফিস দেবার পরে আপনার হাতে থাকা টাকার পরিমানটা বেড়ে যাবে কিছুটা। ========================================== ২য় পর্বটি আগমী ১০ই জুলাই পোষ্ট করবার আশাঁ রাখি।

ব্লগার ভাই ও বোনেরা আজকে আমার একটা জরুরি ক্লাস থাকার কারনে লেখাটি শেষ করতে পারি নাই। আশাঁকরি কালকে দিতে পারব। অনিচ্ছাকৃত সময় ক্ষেপনের জন্য দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.