গ্রামীন ফোনে এতো বড় একটা ঘটনা ঘটে গেলো, দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে সেই খবর দেখতে পাচ্ছি না কেনো? এইমাত্র বন্ধু আশরাফ সিদ্দিকী বিটু জানালো, বাংলাদেশের টেলিভিশনগুলোর দুপুরের খবরেও নাকি সংবাদটা নাই। (বিটু অবশ্য একটি গালি সহকারে কথাটা জানিয়েছে আমাকে। আমি সাংবাদিক বলেই উঠতে বসতে ওর গালি খেতে হয় আমাকে।) বাকস্বাধীনতা কি তবে এসে বিজ্ঞাপনদাতার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়লো! শুধু তাদেরকেই বলছি যারা এই সংবাদ তাদের অনলাইন ভার্সনে প্রকাশ করেননি, দুএকটি ছাড়া অবশ্য বেশীরভাগই করেন নি। যাই হোক, গ্রামীন ফোনের নিউজ পোর্টালে কিন্তু খবরটা শোনা যাচ্ছে। এজন্য গ্রামীণ (এবং বাংলাদেশের যেকোনো মোবাইল) থেকে ডায়াল করতে হবে ১৬২৬২। সূর্য এবং তারা মার্কা-সহ অন্যান্য বানিজ্যিক সংবাদমাধ্যমেরা চাইলে গ্রামীণফোনের কাছে থেকে সংবাদের বস্তুনিষ্ঠতা সম্পর্কিত কিছু জ্ঞান নিয়ে নিতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।