প্রদীপ হালদার,জাতিস্মর। অন্যের উপভোগ, যদি না দেখতাম,যদি না পড়তাম,যদি না শুনতাম, তাহলে কি হতো ?
আমরা যদি প্রত্যেকেই অন্যের উপভোগ করা ঘটনা না দেখতাম,না পড়তাম,না শুনতাম তাহলে কি হতো ? দারুণ মজা হতো । আমরা প্রত্যেকেই অন্যের উপভোগ করা ঘটনা দেখি আর তাই নিয়ে আলোচনা করি কিংবা কানে শুনে আলোচনা করি কিংবা বইতে পড়ে আলোচনা করি । এই হলো আমাদের কাজ । আমরা না পারি উপভোগ করতে আর না পারি কোন ঘটনা ঘটাতে ।
আসলে আমরা যা দেখি তাই করতে চাই,যা শুনি তাই করতে চাই,যা পড়ি তাই করতে চাই । যদিও আমরা চাই কিন্তু আসলে আমরা সমাজের চাপে করতে পারি না । আমরা করলে সমজের চোখে আমরা অপরাধী । আর যারা উপভোগ করে আমাদেরকে তাদের চোখের সামনে ধরে রেখেছে আসলে তারা নাকি শিল্পী । শিল্পীর আড়ালে তারা সব কিছুই ভোগ করে আর তাদের ভোগটাকে আমরা টাকা দিয়ে উপভোগ করি ।
এইভাবে বেঁচে আছে সিনেমা ,নাটক,যাত্রা,নাচ গান,টেলিভিশন ইত্যাদি। আমরা এইসব দেখি তাই এইসব বেঁচে আছে । যখন দেখবো না তখন এইসব আর থাকবে না।
আসলে আমরা ভোগ করতে জানি না । অন্যেরা কিভাবে উপভোগ করে চলেছে সেইসব কেবল দেখে চলেছি কিংবা শুনে চলেছি কিংবা পড়ে চলেছি।
যেদিন পড়বো না ,যেদিন শুনবো না ,যেদিন দেখবো না ,সেদিনই আমরা পারবো আমাদের জীবনটাকে ভোগ করতে ।
কিছু মানুষ আছে যারা মানুষকে স্পর্শ করে উত্তেজিত হয় । আবার এমন কিছু মানুষ আছে যারা ছবি দেখে কিংবা শুনে কিংবা পড়ে উত্তেজিত হয় ।
আর সেই কারণে বেশীরভাগ মানুষ মানুষের স্পর্শে উত্তেজিত না হয়ে টাকার বিনিময়ে ছবি দেখে কিংবা শুনে কিংবা বই পড়ে উত্তেজিত হয় আর আনন্দিত হয় ।
তাহলে একজন উপভোগ করে ।
আর তার উপভোগ করা ঘটনা দেখে আমরা উপভোগ করি । এর থেকে আমাদের মুক্তি নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।