মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ৬/৭/২০১২ তারিখ সকাল ১১টার দিকে কীর্তনখোলা নদীর পাড়ে হঠাৎ কইর্যা স্হানীয় ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কবির আর ছাত্রলীগের ভিপি জুয়েল ৪০-৫০ জন লোক সহ কেডিসিতে জমি দখলের জইন্য যায়। জমির মালিকের কাছে দীর্ঘদিন চান্দা দাবী করছিল, এই কবির আর জুয়েল। কিন্তু চান্দার টাকা দিতে জমির মালিক অস্বীকার করায় আইজ সকালে এই হামলা চালায়। জমির মালিক মহিলা এইমর্মে কোতয়ালী থানায় একটি জিডি ও করছেন(মাগার থানা জিডির কুনু নম্বর বা কপি দেয় নাই)। পুলিশ আইছিলো, জমির মালিকরে কইলো "আপনেরা থানায় আসেন, সালিশ মিমাংসা হইবে। বুঝা যায়, পুলিশ আওয়ামী নেতাগো কি সালিশ করবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।