১৬ নম্বর ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার দুলাল তালুকদার।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথমবারের মতো বরিশালের কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করেতে যাচ্ছে।
১৬ নং ওয়ার্ডে বরিশাল জিলা স্কুল ও কমার্শিয়াল কলেজ কেন্দ্রের ভোটাররা এ পদ্ধতিতে ভোট দেবে বলেও তিনি জানান।
রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য খুব শিগগিরই ১৬নং ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।
ওয়ার্ডটিতে মোট ভোটার চার হাজার ১৮১ জন। এর মধ্যে জিলা স্কুল কেন্দ্রে দুই হাজার ৪৪৭ জন এবং কমার্শিয়াল কলেজ কেন্দ্রে এক হাজার ৭৩৪ জন।
আগামী ১৫ জুন বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।