সুমনা আকতার লোপা হালিমা খাতুনের সামানে টাংকি মারিনি , পড়েছি যে হালিমা খাতুনে । কীর্তনখোলায় সাঁতার কাটিনি কিন্তু ভাসিয়েছি নাও কীর্তনখোলার বুকে । বাবার হাত ধরে এসেছি বরিশালের নাট্যম্ঞ্চগুলো ঘুরে । শিখতে গিয়েছিলাম আবৃত্তি নিখিল দা , দীপঙ্কর স্যার আর লাবু কাকার বরিশাল নাটকে ,কিন্তু ফিরে এসেছি পারিবারিক জীবনে অনেক বেশি জড়িয়ে ছিলাম বলে । লিখেছিলাম সাহিত্য মহিলা কলেজের ম্যাগাজিনে , মুহসীন স্যার তিনি এখন পি এইচ ডি করে কুমিল্লা বিশ্ববাদ্যালয়ে বাড়ি রাজাপুর বলেছিলেন লোপা তোমার লেখার হাত ভালো , চালিয়ে যেও । কিন্তু ছেড়ে দিয়েছি মা আর ছোট বোনকে নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি বলে । এখন পদচিহ্ন রাখছি বরিশালের কোর্ট কম্পাউন্ডে তাও বাবার হাত ধরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।