আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে বাস ধর্মঘট

বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে অনির্দিষ্টকালের এ  ধর্মঘট শুরু হয়েছে বলে নিশ্চিত করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশের হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ”
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, অনেক সময় বিনা কারণে বাসচালক ও শ্রমিকদের আটক করে নিয়ে যায় বিমান বন্দর থানা পুলিশ। জোরপূর্বক তাদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, “বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় উজিরপুরের ধামুরাগামী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ট্রাকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানায়। ”
তবুও পুলিশ বাসটি আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদেই আকস্মিক এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি। ।
ধর্মঘটে বরিশাল থেকে স্বরূপকাঠী, ধামুরা, পয়সারহাট, মুলাদী, বানারীপাড়া, বাবুগঞ্জ, মাদারীপুর ও ভুরঘাটা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।