মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, এখন পর্যন্ত প্রাথমিকভাবে ৬৯০ জন ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। তবে সংসদীয় কমিটি সংশ্লিষ্ট কতৃপক্ষকে হকার সমিতির সঙ্গে আলোচনা করে তালিকা চূড়ান্ত করতে বলেছে।
কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ ব্যাপারে হকার সমিতির সাথে আলোচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বলা হয়েছে।
তালিকা তৈরি হলে জনসমক্ষে মন্ত্রণালয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা করে সহযোগিতা দেয়ার সুপারিশ করেছে কমিটি। ”
রোববার মতিঝিল শাপলা চত্ত্বরে সমাবেশকে কেন্দ্র করে মতিঝিল, পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় বায়তুল মোকাররম ও পল্টনে বইয়ের দোকানসহ ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভ্ন্নি মালামালে আগুন ধরিয়ে দেয়া হয়। একই সময় সিপিবি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ভবনেও আগুন দেয় হেফাজতকর্মীরা।
বৈঠকের শুরুতেই দেশব্যাপী জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের সৃষ্ট তাণ্ডবের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়া সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, হাফিজ আহমদ মজুমদার, শেখ মুজিবুর রহমান, ফরিদুন্নাহার লাইলী এবং নাসরিন জাহান অংশ নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।