আমাদের কথা খুঁজে নিন

   

হকারদের দখলের কবলে ফুট ওভারব্রিজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড়ে পরপর দুটি ফুটওভার ব্রিজ হাকরদের দখলে চলে যাওয়ায় প্রতিদিন অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে পারা পার হচ্ছেন। মহাসড়ক দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে হতাহত হচ্ছেন গণ পরিবহনের যাত্রী ও পথচারীরা।

হকারদের দখলে চলে যাওয়া ও নানা বিড়ম্বনার কারনে অনেক পথচারী ইচ্ছে থাকা সত্ত্বেও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক দিয়ে পারাপার হচ্ছেন। ইতি পূর্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে ফুট ওভারব্রিজ ও পুলিশ বক্স এলাকায় হকারদের উচ্ছে করেন।

তবে স্থানীয় ক্ষমতাসীন ও পুলিশকে ম্যানেজ করে পুনঃরায় দখলে নিয়ে নেয় হকাররা। অভিযোগ রয়েছে, স্থানীয় চাঁদাবাজ ও পুলিশ হকারদের কাছ থেকে দৈনিক হারে চাঁদা নিয়ে থাকেন।      

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় চৌরাস্তা (চিটাগাং রোড) বাসষ্ট্যান্ড। এ বাসস্ট্যান্ড দিয়ে প্রতিদিন পূর্বাচঞ্চলের ১৮টি জেলার গণ পরিবহনের হাজার হাজার যাত্রী ও পথচারী এপার থেকে ওপারে আসা-যাওয়া করে থাকে। যাত্রী ও পথচারীদের সুবিধার্থে শিমরাইল মোড় চৌরাস্থায় দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

কিন্তু নির্মানের পর পরই ফুট ওভারব্রিজ দু'টি চলে যায় হকারদের দখলের কবলে। এমনকি ফুট ওভারব্রিজের ওঠা নামার জায়গা টুকুও দখল করে নিয়েছে হকাররা।

হকারদের অবৈধ দখলে থাকায় নানা বিরম্বনার কারণে অনেক যাত্রী ও পথচারীদের ইচ্ছে থাকা সত্ত্বেও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন। মহাসড়ক পার হতে গিয়ে পথচারীরা জীবনের ঝুঁকির মধ্যে পড়ছেন। ফুটওভার ব্রিজ দিয়ে পার না হয়ে নিচ দিয়ে রাস্তা পার হতে গিয়ে অনেক পথচারী সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন।

তবে অনেক পথচারী জানায়, ফুটওভার ব্রিজে পুলিশ ও চাঁদাবাজরা দৈনিক চাঁদার বিনিময়ে হকার বসানোর কারণে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করতে তাদের হিমশিম খেতে হয়। ফুটওভার ব্রিজে হকার বসানোর কারণে ফুটওভার ব্রিজ সংকীর্ণ হয়ে আছে। এতে করে চলাচল করতে গিয়ে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তাই তারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে মহাসড়কের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারপার হচ্ছেন।  

সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সওজ বিভাগের সহকারী প্রকৌশলী ফিরোজ আহামেদ জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ করতে মহাসড়ক পারপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি তা ব্যবহারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করি।

কিন্তু তবুও অনেক পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়েই চলাচল করে থাকে।

শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মরত রয়েছেন। তাদের নাকের ডগায় প্রতিনিয়ত অসংখ্য পথচারী রাসত্মা পার হতে গিয়ে মৃত্যুরকোলে ঢলে পড়ছেন।

এ ব্যাপারে শিমরাইলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট তসলিম জানান, মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে থাকে। পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে মহাসড়ক দিয়ে পারাপার হওয়ায় যান চলাচলে অনেক সমস্যা হচ্ছে।

তাছাড়া পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য বলা হলেও কিছুতেই রোধ করা যাচ্ছে না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।