আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপেরিয়া এস এক্সপেরিয়া আর্ক এস বৃত্তান্ত

ভালো হতে চাই কি আর লিখব বলেন ভাগ্যটা যে এত খারাপ টা বুঝলাম আজকে। কথা হল গত মাসে ঠিক করলাম একটা অ্যান্ডরয়েড ফোন কিনব। তো অনেক খোঁজাখুজি করে শেষ পর্যন্ত পছন্দ হল সনি এক্সপেরিয়া এস এই মোবাইলটি। এটি পছন্দ করার প্রধান কারন এটির ডিসপ্লে নাকি রিয়েল এইচডি। এছাড়াও ১২এমপি ক্যামেরা।

তাছাড়া সনির সবচেয়ে লেটেস্ট ফোন গুলোর একটি। আরও অনেক সুবিধা। তো খোঁজ লাগালাম কোথায় পাওয়া যায়। আমি এমন একটা দেশে থাকি যেখানে বেশির ভাগ লোক আইফোন ব্যাবহার করে। মাত্র ২-৩ টি দোকানের ওয়েবসাইটে দেখলাম ওরা বিক্রি করে।

যাই হোক সময় করে গেলাম সবগুলা দোকানে। বিশ্বাস করবেন কিনা জানি না, ওরা বলে স্টক শেষ। যাই হোক আশেপাশে সব শপিং সেন্টার ঘুরেও পেলাম না। গত ২ সপ্তাহ অনেক খুজলাম। অনলাইনে কেনা যায় সনি থেকে।

কিন্তু সমস্যা হল আমি দিনে ঘরে থাকি না। যার কারনে রিসিভ করতে পারতাম না। আজকে ছুটি পাওয়ায় সকালে গেলাম শহরের সবচেয়ে বড় টেকনোলজির দোকানে। ঐখানে ডিসপ্লেতে এক্সপেরিয়া এস রাখসে। কিন্তু ওরা বলতাছে স্টক শেষ।

অন্য কথাও পাওয়া যাবে না। পরে বিকালে আমি আমার এলাকার শপিং সেন্টারে গেলাম। নাই। কিন্তু দেখলাম সনি এক্সপেরিয়া আর্ক এস আছে। ভাবলাম আজকে মোবাইল না কিনলে আমার এই মাসে আর সময় হবে না।

তাই ৩৩৫ ডলার দিয়ে কিনে ফেললাম এটি। কিন্তু দুঃখের কথা হল যখন মোবাইলটি কিনে কেবল গাড়িতে উঠছি তখনি ভাইয়ের ফোন। ও বলল ওর কলেজের পাশে একটি দোকানে এক্সপেরিয়া এস পেয়েছে। দাম ৪৮৪ ডলার। কিন্তু তখন আর কিছু করার ছিল না।

তাই মনকে বোঝালাম ওই সেট আমার ভাগ্যে নাই। এখন বেশ ভালই লাগছে। । হালকা ব্লু রঙের, অসাধারন ডিসপ্লে আর ক্লিয়ার ক্যামেরা আমাকে একটু হলেও এক্সপেরিয়া এস এর দুঃখ ভুলিয়েছে...। ।

আসলে সত্যি কথা এটি আমার প্রথম অ্যান্ডরয়েড ফোন। তাই আমি আর কিছু লিখালাম না। যদিও আমি জীবনে অনেক মোবাইল ব্যাবহার করেছি কিন্তু এটি একটু অন্যরকম। এখন আমার প্রশ্ন - সনি এক্সপেরিয়া আর্ক এস কেমন? - প্রাথমিক ভাবে কি কি অ্যাপ্লিকেশন ব্যাবহার করা উচিত? - শুনেছি অ্যান্ডরইয়েড ফোনে ব্যাটারি সমস্যা করে। এর থেকে বাঁচার উপায়? - এছাড়াও আরও যে কেন টিপস দেন যদি থাকে।

আশা করি কিছু সাহায্য অবশ্যই পাব। কারন অনেক ব্লগারই অ্যান্ডরয়েড চালান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.