এক্সপেরিয়া সিরিজে নতুন একটি স্মার্টফোন এক্সপেরিয়া জেড১এস বাজারে আনছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। ‘এক্সপেরিয়া জেড১এস’ নামের ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি হবে এক্সপেরিয়া জেড১ এর পরবর্তী সংস্করণ। স্মার্টফোনটিতে থাকছে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা ও ডিজিটাল জুম সুবিধা।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ছবি তুলতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখে ২১ মেগাপিক্সেল ক্যামেরার একটি স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে। এই স্মার্টফোনটি গভীর পানিতে দীর্ঘক্ষণ রাখা যাবে এবং পানির নীচে সহজে ছবি তোলার সুবিধাও থাকবে।
বৃষ্টিতে ভিজে বা পানির মধ্যেও যাঁরা ছবি তুলতে পছন্দ করেন তাঁদের জন্য এই স্মার্টফোনটি আদর্শ হতে পারে। এক্সপেরিয়া জেড স্মার্টফোনটির ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার সঙ্গে জেড১এস মডেলটির বিশেষ পার্থক্য হচ্ছে এর পানি রোধী ক্ষমতা ও পানির নীচে ছবি তোলার বাড়তি সুবিধা। এ ছাড়াও এতে ক্যামেরার সুবিধার্থে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকছে। আসুন দেখে নেওয়া যাক ক্যামেরার ফিচার গুলো :
দেখে নেওয়া যাক অন্যান্য ফিচার গুলো :
যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাসের শেষ নাগাদ এই স্মার্টফোনটি পাওয়া যাবে ৫২৮ মার্কিন ডলারে।
লাস ভেগাসে শুরু হওয়া কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে এই স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে সনি।
অ্যান্ড্রয়েডনির্ভর এই স্মার্টফোনটিতে কোয়ালকমের কোয়াড কোরের প্রসেসর থাকবে।
ধন্যবাদান্তেঃ আমার ড্রয়েড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।