মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। সৌদিতে রমজান মানেই জিনিসপত্রের দাম পেট্রোলের মতো সস্তা!!
রমজান উপলক্ষে এদেশে সব জিনিসের দাম কমে যায়। বছরের যে কোন সময়ের তুলনায় ভোগ্যপন্যের মুল্য এখানে রমজানেই সময় সবচেয়ে কম থাকে। কে কত সস্তার আফার ছাড়বে, এখন থেকেই সেই ছক আঁকতে শুরু করেছে বিভিন্ন কোম্পানী।
অনেকে সুপার মার্কেট এখন তেকেই বাহারী বিজ্ঞাপনে ফুটিয়ে তুলছে যে কতোটা পেট্রোলের দরে ভোগ্যপন্য বিক্রয় করবে তারা।
উল্লেখ্য যে, আমাদের দেশে প্রবাদ আছে- পানির মতো সস্তা। সৌদির প্রবাদ হলো- পেট্রোল বা তেলের মতো সস্তা। কারণ, এখানে ১লিটার পানির দাম ১রিয়াল হলেও ১লিটার ডিজেল ২৫হালালা (পয়সা) এবং পেট্রোল৪৫ হালালা।
তারা খাবার অর্থাৎ ইফতারি নিয়ে রোজাদার দের জন্য অপেক্ষায় থাকে রাস্তার মোরে মোরে।
আর আমরা????? কিচ্ছু বলার নাই!!!
সূত্রঃ আমার সৌদি প্রবাসী ফেসবুক ফ্রেন্ড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।