স্বাগতম
বেশ আরামে ছিলাম এতোদিন।যেখানে সেখানে গাড়ী পার্ক করে অফিস ,মার্কেটিং বা বাড়ীতে অবস্থান বা অন্য কাজে ঘুড়ে বেড়ানো যেত।কিন্তু বেরসিক সৌদি কর্ত্তৃপক্ষ নুতন কিছু আইন করেছে। এখন থেকে আর রাস্তার পাশের ফুটপাথের পার্কিংলটে ফ্রি পার্ক করা যাবেনা।তবে পাশের বাড়ীর লোকজনদের জন্য রাত ১২টা থেকে সকাল ৮টা এবং দুপুরে লাঞ্চ টাইমে ফ্রি পার্ক করা যাবে। বর্তমানে কয়েকটা রাস্তা নির্দিস্ট করে দেয়া হলেও খূব শীঘ্রিই সব এলাকাতেই রাস্তাগুলি পে পার্কিং হয়ে যাচ্ছে।
আগে মিউনিসিপাল্টির যত ফ্রি পার্কিং লট ছিল সেগুলোও পে পার্কিংলটে রুপান্তরীত করে ফেলেছে।
অতঃপর কি হচ্ছে এখন,দেখুন আমার মোবাইল ফোনে তোলা কিছু দৃশ্যঃ
আগের ফ্রি পার্কিং লট পে হয়ে যাওয়ায় পর খালি পড়ে আছে
আগের ফ্রি পার্কিং লট পে হয়ে যাওয়ায় পর খালি পড়ে আছে
পে পার্কিং লট ফাকা কিন্তু বাইরের রাস্তায় ফ্রি পার্ক করা গাড়ী
এই রাস্তায়ও পে-পার্ক তাই দূরে ফাকা জায়গায় ফ্রিপার্ক করেছে
এই রাস্তায়ও পে-পার্ক ,পেমিটার দেখা যাচ্ছে কিন্তু গাড়ী নেই!
একটি গাড়ী পে-পার্কিং রোডে দুদিন যাবৎ টোকেন ছাড়া পার্ক করেছিল,তাই সেই গাড়ীকে টো গাড়ী দিয়ে টেনে নিয়ে যাচ্ছে
টো গাড়ী দিয়ে টেনে নিয়ে এভাবে টায়ারে লক করে গাড়ী গুলো রেখে দেয়া হয়।যে যত দেরিতে গাড়ী ছাড়াবে তার ততো বেশী জরিমানা হবে।
পার্কিং আইন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।