আরব দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
গত ৪ নভেম্বর থেকে সৌদি আরবে চলমান অভিযানে ২০ হাজারের বেশি ইতোমধ্যে আটক হয়েছেন।
রাষ্ট্রদূত বিকোলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে পরে কাগজপত্র দেখে ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।”
এরপর আরো ১৩ জনকে ছেড়ে দেয়া হয় বলে রিয়াদ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।