আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে আকামা পরিবর্তন শুরু

এই কার্যক্রম আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর(বিএমইটি) মহাপরিচালক বেগম সামসুন্নাহার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশি শ্রমিকরা ভিসা রেখে তাদের পছন্দমতো কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবে।
“আর যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছে, তারা জরিমানা ছাড়াই বাংলাদেশে ফিরে আসতে পারবে।”
আকামা পরিবর্তন ও অবৈধ শ্রমিকদের দেশে ফেরত নেয়ার জন্য সৌদি সরকার ৩ জুলাই পর্যন্ত সময় দিয়েছে।
সামসুন্নাহার জানান, বৈধ শ্রমিকদেরকে আকামা পরিবর্তন এবং অবৈধ শ্রমিকদের দেশে ফেরানোর কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে বাংলাদেশি দূতাবাসে জনবল বাড়ানো হচ্ছে।
সৌদি আরবে অনস্থানরত বাংলাদেশি শ্রমিক আশরাফুল ইসলাম সোহাগ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকামা পরিবর্তনের সুযোগ পাওয়ায় আমরা যোগ্যতা অনুযায়ী ভালো কাজ করতে পারবো।”
গত ৪ মে জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈঠকের পর আকামা পরিবর্তনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব।
তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.