আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে শেষ হচ্ছে ক্ষমার মেয়াদ

শেষ হচ্ছে সৌদিতে ক্ষমার মেয়াদ। কোনো ধরনের শাস্তি ও জরিমানা ছাড়া অবৈধভাবে বসবাসকারী বিদেশী শ্রমিকদের বৈধ হওয়ার জন্য দ্বিতীয় মেয়াদে বর্ধিত করা বিশেষ ক্ষমার মেয়াদ শেষ আজ রবিবার শেষ হবে। বিশেষ ক্ষমায় এ পর্যন্ত ৪০ লাখ বিদেশী শ্রমিক তাদের কাগজপত্র সংশোধন করেছেন এবং ১০ লাখ শ্রমিক এক্সিটে অর্থাৎ সৌদি আরব ত্যাগ করেছেন।
 
এদিকে অবৈধ প্রবাসীদের ধরতে নারী পুরুষের সমন্বয়ে ১২০০ সদস্যের একটি বিশেষ টিম আগামীকাল সোমবার থেকে অভিযানে নামছে বলে খবর প্রকাশ করেছে সৌদি আরবের সর্বাধিক প্রচারিত দৈনিকগুলো। সৌদ শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, বাজার, মহাসড়ক, জনসাধারণের চলাচল আছে সম্ভাব্য এমন সব জায়গাতেই এই বিশেষ অভিযান পরিচালিত হবে।

 
ইন্সপেকশন বিভাগের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ তুহিন বলেন, বিশেষ টিম বিভিন্ন জায়গায় ব্লক দিয়ে শ্রমিকদের ইকামা এবং কর্মস্থলের বৈধতা আছে কিনা সেটা যাচাই করবে। অভিবাসী আইন অনাম্যকারিদের তাৎক্ষণিক এক লাখ রিয়াল জরিমানা, দু’বছরের জেল অথবা উভয় দণ্ড দেয়ার ক্ষমতা দিয়ে জেলা পুলিশ বিভাগ, বিভিন্ন পুলিশ ও নিরাপত্তা সংস্থা থেকে কর্মীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এই অভিযানের আওতায় থাকবে, ফার্মেসি, সেলুন, হোটেল, রেস্টুরেন্ট, নিরাপত্তাকর্মী এবং গাড়ি চালকরাও।
 
এসময় ইকামায় (বৈধ কাগজ) বর্ণিত পেশা এবং নিজ কর্মস্থল ব্যতীত অন্য জায়গায় কর্মরত শ্রমিকদের অবৈধ হিসেবে বিবেচনা করা হবে। এমনকি বাইরে কাজ করতে দেয়ার অপরাধে কফিলকেও (স্পন্সর) জরিমানা করা হবে বলেও উল্লেখ করা হয়।

 
সৌদি বাদশার এই বিশেষ ক্ষমা চলাকালীন সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা থেকে প্রায় সাত লাখ বাংলাদেশীকে কনস্যুলেট সেবা দেয়ার কথা জানানো হয়। কিন্তু এ পর্যন্ত কত বাংলাদেশী বৈধ হতে পেরেছেন এবং কতজন একেবারে সৌদি আরব ত্যাগ করেছেন এ সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই দূতাবাস এবং কনস্যুলেট অফিসে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.