আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জানি মানবদেহের অদ্ভুত কিছু তথ্য

*বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০মিলিয়ন নতুন কোশ উৎপন্ন হয়। *একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি। *মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান। *মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশী তথ্য বহন করে।

*পেশি কোশ ও স্নায়ু কোশ বিভাজিত হয় না। *সদ্য জন্ম নেয়া শিশু কাঁদলে চোখে পানি দেখা যায়না। এর কারণ জন্মের পর শিশুর ৬ থেকে ৭ সপ্তাহ বয়স হলেই কেবল চোখের পানি সৃষ্টি হয়। *মানুষের শরীরে যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে ২২০০ দিয়াশলাই জ্বালানো যাবে । *দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।

*একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে। *কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়। * মানবদেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা | *একজন মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ৩ মিনিট বাঁচতে পারে, খাবার পানি ছাড়া বাঁচতে পারে ৭ দিন। *চোখ খোলা রেখে কখনো হাঁচি দেওয়া যায় না। হাঁচির গতি ঘণ্টায় ১০০ মাইল।

*মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ৩ পাউন্ড৷ *সাধারনত পুরুষের তুলনায় নারীর মস্তিষ্ক প্রায় ১৫০ ঘন সেঃ মিঃ কম বা ছোট হয়। *মানুষের নখ বৃদ্ধির মধ্যে মধ্যমার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলির নখ সবথেকে কম বাড়ে। *একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.