মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়
আজ আপনাদের এমন একটি দেশের কথা বলবো যে দেশে
## একজন দিনমজুর তার একমাসের আয় দিয়ে একটা গাড়ি কিনতে পারেন।
## বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট স্পিড।
## মোবাইল দিয়ে ব্যাঙ্কিং, বিলিং করতে পারেন সবাই।
## কোন্ বাস/ট্রেইন কখন আসবে-যাবে, রুট সবকিছুই মোবাইলের মাধ্যমে দেখতে পারেন, সকল টিভি চ্যানেল মোবাইলে দেখতে পারেন।
## জাতীয় পরিচয় পত্রের সাথে যাবতীয় তথ্য রক্ষিত আছে, যেমন কার কয়টা ব্যাঙ্ক একাউন্ট, আয়ের উৎস, পুলিশ রিপোর্ট, ফোন/মোবাইল ফোন।
## যেকোন সরকারী অফিসে কাজ স্বল্প সময়ে হয়, শুধুমাত্র লাইনে দাঁড়াতে হয়। সিরিয়াল আসলে এবং কাগজপত্র ঠিক থাকলে তখনই কাজ শেষ।
## এখানে বস্ উঠে কর্মচারীর কাছে যেতে পারেন যেকোন পরামর্শের জন্য, বস্-কর্মচারী একসাথে বসে পানাহার করেন, খোশ-গল্প করেন।
## সিনিয়ররা সবসময় সঠিক, ভুল করলেও কোন জুনিয়র তর্ক করবে না,
## বাসের ড্রাইভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেও থাপড়াতে পারেন, কারণ ড্রাইভার সিনিয়র।
## বিশ্ববিদ্যালয়ের বয়স্ক ঝাড়ুদারকে ছাত্র-ছাত্রী ময়লার ট্রলি টেনে দিয়ে সাহায্য করে থাকেন, এমনকি ময়লা তুলেও দেন।
## যাবতীয় তথ্য ইন্টারনেটে পাবেন, ঘরে বসে বাজার করতে পারবেন এমনকি কাঁচাবাজারও করতে পারবেন।
## কাগজপত্র সত্যায়িত করার বালাই নাই, স্ট্রেইট ফটোকপি ইজ ওকে।
## জীবনে বিদ্যুৎ যেতে দেখি নাই।
## বাস-ট্রেইন বিলম্ব হওয়ার বালাই নাই।
## ছেলে-মেয়ে যে-ই হোন না কেন রাস্তায় দিন-রাত ২৪ ঘন্টা একা চলতে পারবেন (দু-একটা ব্যতিক্রম ছাড়া)।
## ৭০% ভাগ পাহাড়-পর্বত, জমি অনুর্বর। তারপরও এরা খাদ্যদ্রব্য উৎপাদন করে অনেক। কোন প্রাকৃতিক সম্পদ নাই। আমদানীকৃত গ্যাস, তারপরেও কেউ কখনও গ্যাসের অভাব অনুভব করে না।
## বাসষ্টপ বা রেইলষ্টেশনে বসে আপনি দেখতে পারবেন আপনার বাস/ট্রেইন কতুদূরে আছে বা কখন আসবে।
## কেনা-কাটা করলে দামটা কার্ডের মাধ্যমে দিতে পারবেন।
## রাস্তায় কোন ট্রাফিক পুলিশ নাই, সিসিটিভি লাগানো আছে। কিন্তু কোন আইন (মিনিমাম লেভেলেরও) ভঙ্গ করলে আপনার অপরাধের ভিডিও সিডি (জরিমানাসহ) বাসার ঠিকানায় পৌঁছে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার না করলে আপনার লাইসেন্স অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে।
দেশটার নাম দক্ষিণ কোরিয়া।
এদের দুর্ভাগ্য, এই দেশ টাকে ডিজিটাল ঘোষণা করা হয় নাই। ধন্যবাদ সবাইকে।
তথ্য : সংগৃহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।