আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার ভাই ও আপুরা আপনারা বেশি বেশি কমেন্ট করুন, কিপ্টামি করবেন না প্লিজ!

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। ব্লগ আর ফেসবুকের মাঝে তফাতটা কি জানেন? ফেসবুকে আমরা শুধু আমাদের বন্ধুদের সাথে কানেক্টেড, বন্ধুদের স্ট্যাটাসে মন্তব্য করি, লাইক দেই, তারাও আমাদের পোস্টে দেয়। কিন্তু ব্লগে আপনি সবার সাথে কানেক্টেড। এটা এমন একটা প্লাটফর্ম যার মাধ্যমে আপনি চেনা অচেনা অনেকের সাথে যুক্ত হতে পারছেন, সবার পোস্টে কমেন্ট করতে পারছেন, আলোচনা করতে পারছেন, শেয়ার করতে পারছেন অনেক কিছু। কিন্তু ব্লগটাকেও অনেকে ফেসবুকের মতো বানিয়ে ফেলেছেন।

এরা শুধু নিজের প্রিয় ব্লগারদের পোস্ট পড়ে, আর সেখানে ভাল খারাপ যাই লিখা থাকুক কমেন্ট করে আসে। কিছু হাস্যকর কমেন্ট দেখা যায় এই কারণে, "কিছুই বুঝতে পারলাম না, আবার পড়ি!" "পুত্তুম প্লাস!" "কমেন্ট করলাম এখন পড়ব/পরে পড়ব!" ব্লগের প্রথম পাতার পোস্টগুলোতে তেমন কোন মন্তব্য দেখি না। ব্লগে যে সব সময় একেবারে জ্ঞানগর্ভ পোস্ট আসবে এটা আশা করা তো ভুল। একটা সময় ব্লগে ঢুকলে মন ভাল হয়ে যেত, কিছু একটা লিখলে অনেক সাড়া পাওয়া যেত কিন্তু এখন প্রথম পাতা দেখে মাঝে মাঝে খুব হতাশ হতে হয়। একটু বড়ো পোস্ট হলেই আর কেউ পড়তে চায় না, আর পড়লেও কমেন্ট করেনা।

একটু পুরোনো ব্লগারদের জিগেস করে দেখতে পারেন আগে প্রথম পাতার পোস্ট আসলেই কয়েকটা কমেন্ট অটো চলে আসত। ব্লগাররা প্রচুর কমেন্ট করত। আর এখন ব্লগার বেড়েছে কিন্তু কমেন্টের সংখ্যা কমেছে। এখন বেশির ভাগই শুধু ক্যাচাল পোস্ট আর ১৮+ পোস্টের পিছনে ছুটে। ক্যাচাল পোস্ট আর ১৮+ পোস্ট পড়বেন না সেটা বলছি না, কিন্তু তার পাশাপাশি তো অন্য ভাল পোস্টগুলোর দিকেও নজর দিতে হবে।

শুধু মডারেটরদের দোষ দিবেন, আগে তো নিজের ভাল হতে হবে তারপরে মডারেটরদের দোষ খুজতে হবে। কেউ যদি দেখে যে সে কষ্ট করে ভাল একটা পোস্ট লিখলো কিন্তু কমেন্ট পেল না, তাহলে তো সে আর উতসাহ পাবে না। এখন থেকে মোটামুটি ভাল হলেই সেই পোস্টে কমেন্ট করুন। এটলিস্ট ভাল লাগল বা ভাল লাগেনি লিখে আসুন, শুধু ভাল লাগা বাটন প্রেস করে ভাগবেন না! আর সম্ভব হলে পোস্ট কেন ভাল লেগেছে বা কেন ভাল লাগেনি সেটা লিখে আসুন। একজন মানুষ হঠাত করেই ভাল লিখা শুরু করবে এমন কোন কথা নেই, আপনার সামান্য উৎসাহ হয়ত তাকে আর ভাল লিখতে প্রেরণা যোগাবে।

আর ভাল লিখাতে কমেন্ট পেলে কেউ আর হিট বাড়ানোর জন্য অযথা ক্যাচাল পোস্ট, ১৮+ দিবে না, তারাও চেষ্টা করবে ভাল কিছু লিখতে। এতে আপনার আমারই লাভ হবে, আমরা আরো ভাল লিখা পড়তে পারব। ধন্যবাদ। শুভ রাত্রি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.