আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে দাও হে অরন্য আমার, লও এ সামু!

* আমি খুজে বেড়াই নিজেকে * সামু এখন নতুন মোড়কে, নতুন মোড়কে ঢুকার পর ঠিক কত টুকু সুবিধা হল এটা বিরাট গবেষণার ব্যপার। নির্বাচিত পোস্ট নামে একটা ফিচার যোগ করা হয়েছে। দেখা যাক নির্বাচিত পোস্টের সিলেকশন কেমন হয়। শুরু দেখে যদি ঠাওরানো হয় তবে কিছুটা হতাশা পায়। মানুষের একটা সাধারন সমস্যা নতুন কিছু ধারস্থ হতে অনেক ওজর আপত্তি।

তা যত ভালো ফল আনুক। অভ্যস্ত হয়ে থাকা মানুষের পরিবর্তন পছন্দ নয়, কোন ক্ষেত্রেই। সে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হোক আর সামুর নতুন মোড়কেই হোক। ঠিক খাচা বন্দি পাখির মত। নতুন কিছু স্লো পয়জনিং এর মত করে এপ্লাই করা দরকার।

কাজও হবে কিন্তু কেউ বুঝতে পারবেনা। যাহোক সামুর নতুন ইন্টারফেস পছন্দ হচ্ছে না, ফিল্ড নেম গুলো ইংলিশ এ দেয়া হল, ঠিক কি কারনে?! সামুতে মনে হয় বিদেশি ব্লগার আছে তাই কিনা কে জানে? কালার, ফিচার, ইন্টারফেস সব কিছু মিলে সামুকে বেশ ফানি ফানি লাগছে?! যে চেঞ্জটা করা হয়েছে আগের ভার্সনের উপর করা যেত না!! পূর্ণোদ্দমে ব্যবহারের পর সামু কিছুটা ধাতস্থ হয় কিনা বুঝা যাবে, কতটা ইউজার ফ্রেন্ডলি!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.