all in one
1।
আমরা কম বেশী অনেকে ভুলবশত আমাদের প্রয়োজনিয় ফাইল এমনকি হার্ড-ডিস্কের পার্টিশন ডিলিট করে ফেলি যা পরবর্তীতে আমদেরকে অনেক কষ্ট করে ঐ ফাইল এবং হার্ড-ডিস্কের পার্টিশনগুলো আনতে হয়। আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার জন্য নিচে উল্লেখ করা কাজ করতে সক্ষম।
১- ফাইল পুনঃউদ্ধার করতে সক্ষম
২- মুছে যাওয়া হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনতে সক্ষম
৩- ISO ইমেজকে সিডিতে রাইট করতে সক্ষম।
এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার মুছে যাওয়া হার্ড-ডিস্কের পার্টিশন উদ্ধার করবেন।
বিস্তারিত
2।
ডাটা রিকভারি সফটওয়্যার কোনটা ভাল?
গুগলে data recovery লিখে সার্চ করলে অনেক লজিক্যাল ডাটা রিকভারি সফটওয়্যার এর লিংক পাবেন, আপনারা তখন কনফিউজড হয়ে যান কোন সফটওয়্যারটা ভাল। যদি বুঝতে পারেন ডাটা রিকভারি সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে তাহলে সকল কনফিউশন দুর হয়ে যাবে।
আরো সহজভাবে বলি, মাইক্রোসফট অফিস ভাল নাকি ওপেন অফিস ভাল? দুটোই একই কাজের উদ্দেশ্য ডেভেলপ করা, ডিজাইনে কিছুটা পার্থক্য।
আবার ফটোশপ ভাল নাকি গিম্প ভাল - একই কথা, ডিজাইনে ও ফিচারে পার্থক্য।
অর্থ্যাৎ, আপনি অফিস দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন না আবার ফটোসপ/গিম্প দিয়ে অফিসের কাজ করতে পারবেন না।
এক কথায় বলতে গেলে সব সফটওয়্যারই ভাল। ইন্টারফেস, ফিচার আর উদ্দেশ্য ভিন্নতা। শুধু এতটুকুতেই ভিন্নতা। আবার দেখা উচিত আপনি কোন ধরনের লসের জন্য এইটা ব্যবহার করছেন, কেননা, লজিক্যাল লস বিভিন্ন ধরনের হয়ে থাকে।
লজিক্যাল রিকভারিকে আমি দুইভাগে ভাগ করছি, সিম্পল লজিক্যাল এবং এডভান্সড লজিক্যাল।
সিম্পল লজিক্যাল রিকভারি
১. ডিলেট
ক) শিফট + ডিলেট
খ) ডিলেট এর পর আবার রিসাইকেল বিন থেকে খালি করে দেওয়া।
রিকুভা - Recuva ব্যবহার করুন, এটি একটি ফ্রি ইউটিলিটি। - এটি খুবই সহজ ব্যবহারযোগ্য ইউটিলিটি যা End User এর জন্যই ডেভেলপ করা।
২. ফরম্যাট (একধরনের ফাইল সিষ্টেম কে অন্য ধরনের ফাইল সিষ্টেমে ফরম্যাট করা, যেমন- NTFS কে FAT32 অথবা বিভিন্নটাকে বিভিন্নভাবে, অথবা same ফাইল সিষ্টেম এ ফরম্যাট করা।
গেটডাটব্যাক/রিকভার মাই ফাইলস্ (GetDataBack /RecoverMyFiles ) বা আপনার পছন্দের যে কোন একটা যার মধ্যে ফরম্যাট রিকভারি ফিচারটি রয়েছে।
৩. পার্টিশন ব্রেক
ক) পার্টিশন ভুল বশত ডিলেট করা দেওয়া
খ) পার্টশন সিষ্টেমের লজিক্যাল প্রবলেম এর কোন কারণে ভেঙে যাওয়া।
টেষ্টডিস্ক - TestDisk , এটিও একটি ফ্রি ইউটিলিটি এবং এর ব্যবহারও খুব সহজ।
এই পোষ্টটা পরার পাশাপাশি এই আর্টিক্যালটাও পরে নিন যা অনেক সুবিধা হবে আপনার বুঝার জন্য।
ডাটা লস হওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
ডাটা লস হওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
১. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে আর কোন ডাটা কপি/রাইট করবেন না।
২. ড্রাইভটিকে সেকেন্ডারি হিসেবে কানেক্ট করুন।
৩. খেয়াল রাখুন আপনি যেই পিসিতে কানেক্ট করছেন, সেই পিসির হার্ডড্রাইভে যেন কোন ভাইরাস/ম্যলওয়্যার না থাকে, কেননা এইগুলো আপনার ডাটা লস হওয়া ড্রাইভে রাইট হতে পারে, যার কারণে রাইটকৃত অংশের ডাটা পার্মানেন্টলি লস হবে।
৪. প্রবলেম যদি বুঝতে না পারেন, অভিজ্ঞ কারো হেল্প নিন, কেননা, ডাটা রিকভারি One Time Assignment, কোন ভুল হলে, তা ওয়ার্ল্ড এর আর কোন ডাটা রিকভারি স্পেশালিষ্ট রিকবার করতে পারবেনা।
৫. বুঝার আগ পর্যন্ত হার্ডড্রাইভ কিংবা আপনার ষ্টোরেজ ডিভাইসটি ডিসকানেক্ট করে রাখুন।
৬. স্ক্যানডিস্ক/ডিফ্রাগমেন্ট জাতীয় কোন ধরনের ইউটিলিটি চালাবেন না, এমনকি যদি অপারেটিং সিষ্টেম চালু করে ফেলে, ইমিডিয়েটলি সেটা অফ করেন। এমনকি থার্ডপার্টি জাতীয় (যেমন - নর্টন ডিস্ক ইউটিলিটি/ফার্ষ্ট ডিস্ক এইড টুলকিট ইত্যাদি)
৭. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে কোন ধরনের নতুন সফটওয়্যার/এমনকি ডাটা রিকভারি সফটওয়্যারটি কপি/ইন্ষটল করবেন না।
প্রশ্ন: কখন ডাটা রিকভারি হবেনা (লজিকাল লসের ক্ষেত্রে)?
উত্তর(১): জিরোফিল/লো লেভেল ফরম্যাট এবং ডাটা ওভাররাইট হলে ডাটা রিকভারি হবেনা।
প্রশ্ন: কখন ডাটা রিকভারি হবেনা (ফিজিক্যালি লস)?
উত্তর(১): হার্ডড্রাইভের প্ল্যাটারে যতক্ষণ পর্যন্ত না স্ক্র্যাচ পড়বে।
ক্লিক ক্লিক কিংবা অস্বাভাবিক শব্দের সৃষ্টি হলে এসব কারণেই ড্রাইভটিকে ডিসকানেক্ট করে রাখতে বলা হয়, কেননা, বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক শব্দের কারণ রিড/রাইট হেড ভেঙে যাওয়া, আর সেটা যদি ভেঙে যাওয়ার কারণে শব্দের সৃষ্টি হয়, তাহলে মটর স্পিনের সাথে সাথে প্ল্যাটার এ ঘর্ষনের সৃষ্টি হতে পারে ভাঙা হেডটির কারণে আর এতে স্ক্র্যাচ পরাটাই স্বাভাবিক প্ল্যাটার এ।
হার্ডডিস্ক ফরমেট!!!! ডাটা লস, উদ্ধারের কি উপায়? (রি-পোষ্ট)
হার্ডডিস্ক ফরমেট!!!! ডাটা লস, উদ্ধারের কি উপায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।