আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে দাও সমুদ্র!!!

এই ব্লগে জামাত-শিবির শুয়োরের বাচ্চারা ভুলেও নাক ডুবানোর চেষ্টা করবি না
ফিরিয়ে দাও অরণ্য! নাকি ফিরিয়ে দাও সমুদ্র! নেদারল্যান্ডস সরকার এখন তার দেশের একটি এলাকা সমুদ্রকে ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করেছে। আর এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ঐ এলাকার কৃষকরা। নেদারল্যান্ডস, যাকে আমরা চিনি হল্যান্ড নামে, সেই দেশের ভূগোলটা কিন্তু অন্যান্য দেশ থেকে একটু অন্যরকম। ইউরোপের এই দেশটির বেশিরভাগ স্থল অংশ সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে। সমুদ্র উপকূলে মনুষ্য-নির্মিত বাঁধ এই নিম্নভূমিগুলিকে প্লাবনের হাত থেকে রক্ষা করছে।

নেদারল্যান্ডসের ভূ-প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। উত্তর ও পশ্চিমের নিম্ন ও সমতল ভূমিগুলি সমুদ্র থেকে পুনরুদ্ধারকৃত পোল্ডার এবং নদীসমূহের ব-দ্বীপ নিয়ে গঠিত। এগুলি নেদারল্যান্ডস-এর মোট আয়তনের প্রায় অর্ধেক এবং সমুদ্র স্তর থেকে গড়ে ১ মিটারের বেশি উঁচু নয়। সমুদ্রে প্রাচীর তুলে এগুলিকে রক্ষা করা হয়েছে। পূর্ব ও দক্ষিণে আছে উচ্চভূমি, কিন্তু এগুলিও মূলত সমতল।

নেদারল্যান্ডস সরকার সম্প্রতি জানিয়েছে সেই পরিকল্পনার কথা, নতুন এই পরিকল্পনায় সমুদ্রের কাছে থেকে ধার নিয়ে ভূমিতে রূপ দেয়া নিচু একটি এলাকা আবার তারা ফিরিয়ে দেবেন সমুদ্রকেই। নিইউভ-নামেন নামের ঐ এলাকার জমির ওপর আবারও প্লাবন বইয়ে দেয়া হবে। সমস্যা বেঁধেছে ঐ এলাকার কৃষকদের নিয়ে। এই ভূমিতে শত বছর ধরে চাষাবাদ করতো কৃষকরা। এদেরই একজন ইভাল্ড ব্যেকে।

৬৬ বছর বয়স তাঁর। এই কৃষিজীবী জানালেন, দেখো কি সুন্দর এই এলাকা, কেউ একে ধ্বংস করতে পারে না। এখানকার খালগুলোর পাশে থাকা গুল্ম বিশিষ্ট ঋজু গাছপালা বছরের পর বছর ধরে বিভিন্ন ফসল যেমন বিট, আলু এবং পেঁয়াজের ফসল উৎপাদনে সহায়তা করছে৷ কিন্তু প্লাবন হলে ঐ সব গাছের বেঁচে থাকার সম্ভাবনা নেই, আর মাটিও হয়ে যাবে লবণাক্ত। দক্ষিণ পশ্চিম নেদারল্যান্ডসের ঐ এলাকায় কৃষিকাজ করছে অন্তত দুই ডজন কৃষক। গত শুক্রবার সরকার তাদের নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করে।

প্লাবনের এই পরিকল্পনার বিষয়ে সরকারের যুক্তি, তারা প্রকৃতিকে নিজস্ব গতিতে চলতে দিতে চান। তাছাড়া বিভিন্ন সময়ে সমুদ্রকে গলা টিপে ধরে যে ভূমি উদ্ধার করা হয়েছে, তার একটু প্রায়শ্চিত্ত করতে চান তারা। তবে জানা যাচ্ছে, ২০০৫ সালে প্রতিবেশী বেলজিয়ামের সঙ্গে চুক্তি অনুসারে তাদের বন্দরে আসা যাওয়া করা জাহাজগুলোর চলাচলের সুবিধার জন্য নেদারল্যান্ডস-এর কিছু পোল্ডারে প্লাবন বইয়ে দেবার কথা বলা হয়েছিল। সেখানকার মানুষের কথা, আমরা সমুদ্রের সঙ্গে যুদ্ধ করেছি, আমরা জয়ী হয়েছি। কিন্তু এখন আমাদের এই জমি আবার সমুদ্রকে ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আর তা আমাদের লাভের জন্য করা হচ্ছে না। করা হচ্ছে, অন্য দেশের লাভের জন্য। মাগডা দ্য ফেইটার নামক একটি সংগঠনের দাবি, পুনরায় সমুদ্র, পুনরায় বন্যা.. এ সব কিছু মানুষকে ভীতির মধ্যে ফেলে দেবে৷ তাদের দাবি, পোল্ডার রক্ষা কর। তথ্যসূত্রঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.