আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেরা যে কারনে প্রতারনা করে

সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/ কি কারনে পুরুষরা প্রতারনা করে? ড. কামাল খুরানা নামক একজন সম্পর্ক বিশেষজ্ঞ তার একটা গবেষনায় তুলে ধরেছেন কোন কোন কারনে আসলে পুরুষরা প্রতারনা করে থাকে। তার গবেষনায় তিনি অনেকগুলো মতামত ও ফলাফল পেয়েছেন যার অধিকাংশই স্ত্রী কে কেন্দ্র করে। নিম্নে তার গবেষনার ফলাফল তুলে ধরা হল বিবাহিত জীবনে ব্যাঘাত অন্যতম কারন প্রতিদিন ই যদি স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া হয় এবং তা অমিমাংসিত থাকে, তাহলে সেই ব্যাক্তির মন প্রতিনিয়ত খারাপ থাকতে থাকে। সে তখন হয় প্রতিনিয়ত ঝগড়া করবে অথবা এর থেকে পরিত্রান পাওয়ার চেষ্টা করবে। সে যদি অন্য কারো সাথে সম্পর্ক গরে তোলে তাহলে সেটা হয় তার এই পরিবেশ থেকে পরিত্রান পাওয়ার উপায়।

সে তখন খুব সুখি থাকতে পারে যদিও প্রতিদিন তাদের ঝগড়া হয়। কারন সে মনে করে আরেক যায়গায় সে শান্তি পাবেই। অবসন্ন জীবন অন্য সম্পর্ককে প্রভাবিত করে কিছু পুরুষ তার বিবাহিত জীবনের দৈনন্দিন রুটিন এ অবসন্ন হয়ে পড়ে। এমন ই কিছু পুরুষের ইন্টারভিউ নিয়ে ড.খুরানা জেনেছেন, তারা অনেক সময় এই অবসন্ন ভাব দূর করার জন্য বিবাহ পরবর্তি সম্পর্কে জড়িয়ে পড়েন। নতুন সম্পর্ক তাদের দেয় প্রফুল্ল মন এবং অবসন্ন দূর করার মাধ্যম যা তাদের এই ঝুকি নিতে সাহাজ্য করে।

নতুন শারিরিক সম্পর্ক পরিক্ষা করার জন্যে বিবাহিত জীবনে শারিরিক সম্পর্ক একটা স্বাভাবিক বিষয়। অনেক পুরুষ ই তাদের স্ত্রির সাথে সারাজীবন পার করে দেন। আবার অনেকেই অন্য নারীর সাথে বিছানায় যেতে চান। তারা সব সময় একই নারীর সাথে থাকতে চান না, তারা এটাকে একটা অপশন হিসেবে রাখেন। স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে শারিরিক সম্পর্ক তাদের যৌনজীবন কে প্রফুল্ল করে তোলে।

মানসিক চাহিদার অপরিপুর্ণতা যখন স্ত্রী অন্যান্য কাজে খুব বেশি ব্যাস্ত থাকে যেমন সন্তান দের দেখভাল, শশুর শাশুরি বা তার পিতামাতা কে বেশি ব্যাস্ত, এইসব কারনে সে অনেকটা মানসিক ভাবে দূর্বল হয়ে পড়ে। কিন্তু পুরুষ মানসিক ভাবে চাহিদা আদায় করে। তারা চায় তাদের কে যেনো সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তারা এটা চায় নারীকে বোঝাতে যে সে কত চেষ্টা করছে সব কিছু ঠিক রাখতে। বেশিরভাগ পুরুষ ই তার এই চাহিদা গুলা কঠিন ভাবে চাপিয়ে দেয় যেকারনে তাদের চাহিদা গুলা অনেক সময় উপেক্ষা করা হয়। অনেক সময় কিছু পুরুষ তার কলিগ বা নারী বস এর সাথে সম্পর্কে জড়িয়ে পরে।

এর কারন হল তারা তার কাজের প্রসংসা করে, তাকে মূল্য দেয়। এটা আরেকটি কারন তার ঘড়ে না ফেরার। পিতামাতা বা অন্যান্য দের প্রতারনা দেখে শেখা অনেক পুরুষ আছে যারা ছোটবেলায় তাদের পিতামাতা কে প্রতারনা করতে দেখেছে। সেই দেখা থেকে তারা ধারনা নেয় ছোট থেকেই যে এটা সঠিক। আমরা সবাই পিতামাতা থেকে শিখি, তাই এই শেখা তার কাছে সঠিক।

তাছারাও আত্নিয় স্বজন, বন্ধু, পাড়াপ্রতিবেশি যারা এই ধরনের প্রতারনা করেছে তাদের কাছ থেকেও উদাহরন পায় ছেলেরা। স্ত্রীর প্রতারনার বদলা অনেক পুরুষ তাদের স্ত্রীর প্রতারনার বদলা নেয়ার জন্যে অন্য সম্পর্ক গরে তোলে। হয়ত তার স্ত্রী প্রতারনা করেছে এবং এটা মেনে নিয়ে ক্ষমা চাইছে। কিছু মানুষ মনের ভেতরে বদলা নেয়ার আকাংকা লুকিয়ে রাখে, এর কারন তারা তাদের স্ত্রীকে ক্ষমা করতে চাননা। ডিভোর্স নেয়ার উপায় অনেক পুরুষ ই স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নেয়ার জন্যে অন্য সম্পর্কে জরায়।

আইনও বিবাহিত দম্পত্তির ভেতরে ৩য় পক্ষের আগমন কে ডিভোর্স এর যোগ্য মনে করে। আর এই কারনেই অনেক পুরুষ অন্য নারীর সাথে খোলামেলা সম্পর্কে জরায়। যদিও এর সংখ্যা অনেক কম, কিন্তু এরকম ও হয়। যখন মনে করে তাকে আর স্ত্রীর দরকার নেই অনেক পুরুষ যখন অনুভব করে তার তাকে আর তার স্ত্রীর দরকার নেই, তখন তারা আরেকজন নারীকে খোজে, যে তাকে গুরুত্ব দেবে, এবং অনুভব করাবে সে আসলেই আলদা। এরকম হলে সেতা অবধারিত ভাবে নতুন সম্পর্কে মোড় নেয়।

পূর্বে প্রকাশ : যে কারনে ছেলেরা প্রতারনা করে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।