ইভটিজিং নিয়ে অনেক লেখা লেখি হচ্চে ইদানিং। কিন্তু কথা হলো ইভটিজিং কি শুধু ছেলেরাই করে না কি মেয়েরা ও ইভটিজিং করে। তবে ব্যাপারটা আরো অনেক আগে থেকে আমি লক্ষ্য করছি (হয়তো আপনারাও এর শিকার) যে আপনি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটি মেয়ে/মহিলা আপনার আপনার সামনে দিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে বেশির ভাগ সময় দেখা যায় আপনাকেই সাইড দিতে হবে, নতুবা উনি আপনার গায়ের সাথে ধাক্কা খাবে। উনি (মেয়ে/মহিলা) যদিও দেখছেন যে উনার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে তবেও উনি সাইড দিবেন না, আপনাকেই সাইড দিতে হবে। নুতবা উনার সাথে ধাক্কা খাবেন। আর যদি কোন কারনে দাক্কা লাগে তাহলে তো বুঝলে কি কান্ড টাই না ঘটাই দিবো। গত ৩/০৯/২০১০ তারিখে আমার অফিসের এক কলিগ সহ বসুন্ধরা সিটিতে গিয়ে ছিলাম পানজাবী কিনবো বলে হঠাৎ একটি মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ছলে গেল আমি খানকিটা হতভম্ব !!!!!!! কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম সে ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছে তখনিই যখন সে পিছন পিরে আমার দিকে তাকিয়ে হাসতেছে। (ভাই এটাকি ইভটিজিং ) । ?????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।