দেশী মুরগীর ডিম পছন্দ খালেদা জিয়া হেফাজতের পক্ষ নেয় নাই , উনি নিয়ে ছিলেন মানবতার পক্ষে । আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে বুঝতে পারবো , সেদিন হেফাজতের কর্মসূচী ছিল ঢাকার বাইরে অবরোধের, তাদেরকে কে ঢাকার ভিতর এনেছে ? নিশচয় খালেদা জিয়া না ? যেখানে বিএনপি ৩/৪ আগে নোটিশ দিলেও অনুমতি পায়না, সেখানে কিভাবে হেফাজত ইসলাম সমাবেশের অনুমতি পেল ? কি ছিল গোপন আতাত ? যেটা পরে বুমেরাং হয়েছে। 'গণহত্যা' বলার কারন হলো ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে অস্ত্রের ব্যবহার, কোন মিডিয়া কি দেখাতে পেরেছে হেফাজতের লোকেরা অস্ত্র ব্যবহার করেছে ? তারা ইট ছুড়েছে গুলির বদলে। আর সহিংসতার কথা বললে, বলতে হয়, শুরু হয়েছে কখন থেকে ? যখন বাসের হেলপার কে অহেতুক গুলি করা হলো, এবং মিডিয়া গুলোর অবশ্যই দায়িত্ব আছে সঠিক তথ্য জাতিকে জানানো। আমার কথা শুনে মনে হচ্ছে আমি হেফাজতের পখকে সাফাই গায়ছি । মোটেও তা না। আমি শুধু নোংরা রাজনীতির কথাটাই বলতে চাচ্ছি । যতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ব্যবস্থা না হবে, যতদিন পারসপরিক আস্থা ভাব না আসবে ততদিন ক্ষমতা আকড়ে থাকার এই রাজনীতি শেষ হবেনা। বলি হব আমরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।