বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... ওষুধ প্রশাসন অধিদফতর ২৯টি এ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে এবং এ সব কোম্পানির ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এ সব কোম্পানির ওষুধ ব্যবহারে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন ওষুধ বিশেষজ্ঞরা। ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) সঠিকভাবে অনুসরণ না করায় এসব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর জানায়, বন্ধ করে দেয়া হয়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-- দিনাজপুরের বেঙ্গল টেকনো ফার্মা, রাজধানীর মালিবাগের বায়োক্যাম ফার্মাসিউটিক্যালস, মিরপুরের কেয়ার ফার্মা ল্যাবরেটরিজ, বরিশালের জিপিআই লিঃ, কুমিল্লার হাকসনস ল্যাবরেটরিজ লিঃ, বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস বাংলাদেশ, গাজীপুরের জে সি আই বাংলাদেশ লিঃ, সিলেটের জলফা ল্যাবরেটরিজ, ঢাকার মিরপুরের জেমস ফার্মাসিউটিক্যালস, ঢাকার সাত মসজিদ রোডের কেডিএইচ ল্যাবরেটরিজ লিঃ, ঢাকার ম্যাক্সবার্ন ফার্মাসিউটিক্যালস, বগুড়ার মিগ ফার্মাসিউটিক্যালস লিঃ, গাজীপুরের নুভিস্তা এ্যানিম্যাল হেলথ এ্যা- ক্রপকেয়ার লিঃ, সিরাজগঞ্জের ওয়েসিস ল্যাবরেটরিজ, বরিশালের প্যারাডাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরিদপুরের ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরিজ লিঃ, গাজীপুরের পাইওনিয়ার ফার্মাসিউটিক্যালস, পাবনার পিআইপি লিঃ, চট্টগ্রামের পিউর ড্রাগস এ্যা- কেমিক্যালস লিঃ, সিরাজগঞ্জের রাসা ফার্মাসিউটিক্যালস লিঃ, নরসিংদীর রিলায়েন্স ড্রাগস এ্যা- কেমিক্যালস, গাজীপুরের রিম্যাক্স ফার্মাসিউটিক্যালস, বিবাড়িয়ার রিড ফার্মা লিঃ, রাজধানীর শ্যামলীর সল্টন ফার্মাসিউটিক্যালস লিঃ, কুমিল্লার শর্মা কেমিক্যালস ওয়ার্ক, ঢাকার সনি ফার্মাসিউটিক্যালস, ঢাকার ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস ও পাবনার ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস। দেশের অনেক ওষুধ কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিনের। কিছু সংখ্যক কোম্পানির বিরুদ্ধে নিম্নমান ও ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ রয়েছে। কিন্তু ওই সব কোম্পানির বিরুদ্ধে খুব বেশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে অভিযুক্ত কিছু সংখ্যক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। - Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।