বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘস্বাস এর মত নিস্বঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপ এর মত মৌন পাহাড়ের মত আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামির মত বড় একা আমি বড় একা । । । ।
আজ তো ডাচ বাংলা ব্যাংক (ফটিকছড়ি শাখা) এ লংকা কান্ড করলাম।
এ.টি.এম বুথ এ (সব সময়ের মত) টাকা না পাইয়া গেল আমার মাথা গরম হয়ে। ব্যাংক এ যাই শুরু করলাম গালাগালি। ডিরেক্টর এর নাম্বার চাইলাম, দিলো না। ব্যাংক এ নাকি সব এম.বি.এ পাস করা। আমারে কয় আমি লেখাপড়া করেছি কিনা! আমি কইলাম আমি হালচাষ করি।
আপনারা তো আমাদের চাকরি করেন। শেষে আমারে কইল আমার একাউন্ট ক্লোজ করে দিতে। কইলাম আমার একাউন্ট-এ বি.ও আছে আরো কইলাম ক্লোজ করে দিলে কতো টাকা রেখে দিবেন? কয় ৫০০টাকা। আমি কইলাম আমি টাকা দিমু কেন? আপ্নারা আমাকে সার্ভিস দিতে পারেন না তাই একাউন্ট ক্লোজ করে দিবনে। আমি টাকা দিব কেন? আপনার পকেট থেকে দিবেন।
রাজি হইছে। টাকা তার পকেট থেকে নাকি দিবে। কইলাম ওনার ফোন নাম্বার দিতে, জব তো ট্রাস্ফারেবল, দিল না নাম্বার। আমার একাউন্ট নাম্বার লিখে রাখছে। স্টুডেন্ট একাউন্ট দিয়ে বি.ও করে রাখছি তাই নাকি আমার নামে বাংলাদেশ ব্যাংক এ কমপ্লেন করে দিবে।
আমি হাসতে হাসতে শেষ। কইলাম তাগো বিরুদ্ধে কমপ্লেন করুম বি.বি তে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।