আমার জীবনে প্রথমবারের মত বিসিএস প্রিলি পরীক্ষা দিয়েছিলাম গত পহেলা জুন, ২০১২। একদমই ইচ্ছা ছিল না, নিতান্তই পরিবারের চাপে পড়ে দেয়া আর কি। সারাদিন কাজ কর্ম করে একবার ভেবেছিলাম দিব না। পরে একেবারে শেষ সপ্তাহে এসে একদম পরিবারের সবার চাপাচাপিতে একটু পড়ালেখা করে দিয়ে দিলাম।
১০০ টার মাঝে ৭৫ টা হয়েছিল, ১৫ টা ভুল, ১০ টা ছেড়ে এসেছি।
১৫ টা ভুলের জন্য কেটে হয় ৬৭ . ৫ মার্ক। টিকে গেলাম। দেখলাম এসএমএস আসল "কোয়ালিফাইড"।
রিটেন দেয়া হবে কিনা জানি না। আচ্ছা, লিখিত পরীক্ষা কবে হবে কেউ জানেন?
৩৩তম বিসিএস প্রিলিতে আপনাদের কার কি খবর? শেয়ার করেন এখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।